করাচি : জাতীয় পর্যায়ের টি ২০ ম্যাচ। যেখানে খেলার মাঝে চোট পেয়ে সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হল আন্তর্জাতিক ক্রিকেট খেলিয়ে তারকাকে ! তারপর স্টেডিয়াম থেকে বেরোনোর পথে সেই অবস্থাতেই ক্রিকেটারের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল ক্রিকেটভক্তদের ! পায়ে ব্যান্ডেজ নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগোতে থাকার মাঝে অবশ্য যন্ত্রণা লুকিয়ে একগাল হাসি বজায় রাখলেন শাদাব খান (Shadab Khan)। কিন্তু পাকিস্তানের মাটিতে দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে খেলা অলরাউন্ডারের চোটের পর এরকম দুরবস্থা দেখে সমালোচনার ঝড় উঠল নেটমহলে। অনেকেই প্রশ্ন ছুড়লেন, একটা স্ট্রেচারও কি নেই মাঠে !
করাচির মাঠে খেলা চলাকালীন চোট পান শাদাব খান। পাকিস্তানের অলরাউন্ডার মাঠের মধ্যেই শুয়ে পড়েন। বাঁ পায়ে যে ভালমতোই চোট পেয়েছেন, সেটাও বেশ বোঝা যাচ্ছিল। আর চোট লাগার পরের ঘটনাক্রম ছিল চমকে দেওয়ার মতো। আন্তর্জাতিক স্তরের তারকা মাঠে চোট পেলেও তাঁকে বের করে নিয়ে যেতে কোনও স্ট্রেচার এল না। খানিক পরে শাদাবকে পিঠে তুলে নিলেন তাঁরই এক সতীর্থ। যাঁর পিঠে চেপেই মাঠ থেকে সাজঘরের পথ ধরলেন শাদাব খান। যে ভিডিও কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যা দেখে ক্রিকেটভক্তদের প্রশ্ন, আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররা যে মাঠে খেলছেন, সেখানে কি একটা স্ট্রেচারের পর্যন্ত ব্যবস্থা নেই ?
বল হাতে মাপা বোলিং করার পরে ফিল্ডিং করার সময়ে ভুল করে বলের ওপরে পা পড়ে তা মুচকে যায় শাদাবের। যথেষ্টই যে ব্যথা পেয়েছেন, সেটা বেশ ভালরকমই স্পষ্ট হয়ে উঠছিল অলরাউন্ডের চোখে-মুখে। মাঠে ফিজিও পৌঁছে বাঁ পায়ের গোড়ালি পরীক্ষা নিরীক্ষার পর সেখানে খানিকক্ষণ আইসপ্যাকও দেন। কিন্তু ব্যথা না কমায় তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। আর সেই বেরিয়ে যাওয়ার পথেই সতীর্থের কাঁধে চেপে মাঠ ছাড়া নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক।
শাদাবের বিড়ম্বনা সেখানেই শেষ হয়নি। একপ্রস্থ অস্বস্তি অপেক্ষা করছিল তাঁর মাঠ ছাড়ার সময়েও। যেসময় দেখা যায় বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ বাঁধা শাদাবকে হাতের সামনে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত ক্রিকেটভক্তরা! সেই পরিস্থিতিতে অবশ্য বিরক্তির বদলে একগাল হাসিই ধরা ছিল শাদাব খানের মুখে। যদিও গোটা ঘটনাক্রম ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামছে না।
আরও পড়ুন- হার্দিকের চোট সারাতে বিশেষ পরিকল্পনা বিসিসিআই-এনসিএর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।