এই ম্যাচে ব্যাঙ্গালোরের ইনিংসের ১২-তম ওভারের প্রথম বলে তাহিরের গুগলির কোনও দিশা পাননি নবদীপ সাইনি। বলটি তাঁর ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা শেন ওয়াটসনের হাতে চলে যায়। প্রথমে আম্পায়ার আউট দেননি। চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে রিভিউ নিতে বলেন তাহির। ধোনি সেই অনুরোধ মেনে নেন। রিপ্লে দেখে সাইনিকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। দেখুন, ইমরান তাহিরের দুর্দান্ত গুগলি, রিভিউ নিলেন ধোনি, উইকেট পেল চেন্নাই
Web Desk, ABP Ananda | 24 Mar 2019 12:07 AM (IST)
চেন্নাই: দ্বাদশ আইপিএল-এর প্রথম ম্যাচে অসাধারণ বোলিং করলেন চেন্নাই সুপার কিংসের লেগস্পিনার ইমরান তাহির। তিনি মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নেন। অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংহও ৩ উইকেট নেন। বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা নেন ২ উইকেট। এই তিন স্পিনারের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ৭০ রানেই থামিয়ে দেয় চেন্নাই।