কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ১-র ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ভিলাস যেভাবে রান আউট হলেন তা সবচেয়ে দুর্ভাগ্যজনক রান আউট বলে মনে করা হচ্ছে। বিশ্বাস করা কঠিন, এভাবেও কেউ রান আউট হয়!
স্টাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যানের শট ফলোথ্রুতে বোলারের পায়ে লেগে আচমকাই দিক পরিবর্তন করে নন স্টাইকিং প্রান্তের স্ট্যাম্পে গিয়ে লাগে। ভিলাস তখন ক্রিজের বাইরেই ছিলেন।
দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড় অবশ্য কোনও খেদ প্রকাশ না করেই প্যাভিলিয়নের দিকে রওনা দেন।
অন্যদিকে, দলের ওপেনার অ্যালেক্স ডেভিস, যিনি স্টাইকিং প্রান্তে ছিলেন তাঁকে কার্যত হতভম্ব দেখায়। এত ভালো একটা শটে যে অধিনায়ক আউট হয়ে যাবেন, তা তিনি ভাবতেও পারেননি।