নয়াদিল্লি:  কয়েক মাস আগে বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা একে অপরকে ফিটনেস চ্যালেঞ্জ দিচ্ছিলেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সলমন খান থেকে শুরু করে হৃত্বিক রোশন। দেশকে ফিট থাকতে গেলে, আন্তর্জাতিক মঞ্চে সকলের আগে, সকলের প্রথমে ছুটতে গেলে, আগে দেশের মানুষকে ফিট থাকতে হবে। এবার তারকা অভিনেতাদের থেকে ওই ফিটনেস চ্যালেঞ্জের নেশা ছড়িয়ে পড়ল তাঁদের সন্তানদের মধ্যেও।

 

নিজেকে ফিট প্রমাণ করতে এই দুঃসাহসিক কাজটি করতে দেখা গেল রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডিসুজার ছোট্ট ছেলেকে। দেখুন কেমন দেওয়াল বেয়ে উঠল সে ওপরে। তারপর তৈমুর থেকে শুরু করে কর্ণের যমজ সন্তান যশ-রুহি, অর্পিতার ছেলে আহিল এবং তুষারের সন্তানকে লক্ষ্যকে ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রীতেশ পুত্র।