অন্যদিকে, ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে আবার বল বিকৃতির অভিযোগ উঠেছে। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে, বলের উপর বুড়ো আঙুলের নখ দিয়ে কিছু একটা করছেন এই পেসার। ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস বল বিকৃতির অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু শেন ওয়ার্ন, মাইকেল স্লেটাররা অ্যান্ডারসনের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ভিডিওতে দেখুন, অ্যাশেজে উসমান খোয়াজার ক্যাচ নিয়ে বিতর্ক
Web Desk, ABP Ananda | 29 Dec 2017 05:09 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মেলবোর্ন: এবারের অ্যাশেজ সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তাতেও বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। মেলবোর্নে চতুর্থ টেস্টে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ যেভাবে ধরেছেন উসমান খোয়াজা, সেটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে, খোয়াজা প্রথমে ভালভাবেই ক্যাচ ধরেন, কিন্তু তারপর যখন তিনি পড়ে যান, তখন বলটি তাঁর হাত থেকে বেরিয়ে যায়। এরপর তাঁর হাত শরীরের নীচে চলে যায়। ফলে সেই সময় বলটি মাটিতে লেগেছিল কি না, সেটা স্পষ্ট নয়। তৃতীয় আম্পায়ার ব্রডকে আউট ঘোষণা করেন। কিন্তু ধারাভাষ্যকাররাও আউটের বিষয়ে নিশ্চিত নন। ইংল্যান্ডের দর্শকরা খোয়াজাকে প্রতারক বলে ব্যঙ্গ করছেন।