রোম: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর ছেলেও ছোটবেলা থেকেই বাবার মতো খেলায় দক্ষতার পরিচয় দিচ্ছে। মাঝেমধ্যেই সে ফুটবলে দক্ষতার প্রমাণ দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন রোনাল্ডো। এবার তাঁর ছেলে বাস্কেটবল খেলার ভিডিও আপলোড করেছে ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সে বাস্কেটের উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে বল ছুঁড়ে দিচ্ছে আর বলটি সোজা বাস্কেটের মধ্যে গিয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।
বাবার সঙ্গে ফুটবল অনুশীলন করে ৯ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। কিছুদিন আগে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে সে জোড়া গোল করে বাবাকে মুগ্ধ করে দিয়েছিল। সে এখন জুভেন্তাসের অ্যাকাডেমির শিক্ষার্থী। অনূর্ধ্ব-৯ দলের সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছে সে। তার প্রশংসা করে বাবা বলেছেন, ‘ও সবসময় লড়াই করে। ও কোনওদিনই হেরে যাওয়া পছন্দ করে না।’