পানজিম: গোয়াতে ফিরল করোনা সংক্রমণের আতঙ্ক। সম্প্রতি, গোয়ায় সাত সন্দেহভাজনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে।
গত ১ মে থেকে রাজ্যে কেউ কোভিড-১৯ পজিটিভ না হওয়ায় গোয়া রাজ্যকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তবে, রাজ্য পরিচালিত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালর ভাইরোলজি ল্যাবে সাত সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করা হলে, সাতজনের রিপোর্টই পজিটিভ আসে।
জানা গিয়েছে, নমুনার ট্রু-ন্যাট (র্যাপিড টেস্ট) করা হয়। তাতেই, রিপোর্ট পজিটিভ আসে। ওই সাতজনের মধ্যে তিনজন মহিলা। সকলকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
রাণে জানান, সাতজনের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। সর্বকনিষ্ঠ এক বছরের কন্যা। গোয়ানিজ হলেও এই পরিবার মুম্বই নিবাসী। সম্প্রতি, তাঁরা গোয়ায় এসেছিলেন ছুটি কাটাতে। এঁদের সঙ্গে সংক্রমিত গাড়িচালকও। সপ্তম ব্যক্তি হলেন এক ট্রাকচালক, যিনি সম্প্রতি গুজরাত গিয়েছিলেন মাল সরবরাহ করতে।
কোভিড-১৯: আর গ্রিন জোন নয় গোয়া, নতুন করে আক্রান্ত এক পরিবারের পাঁচ সহ ৭ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2020 03:03 PM (IST)
গত ১ মে থেকে রাজ্যে কেউ কোভিড-১৯ পজিটিভ না হওয়ায় গোয়া রাজ্যকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -