দেখুন, অনুশীলনে কীরকম দুরন্ত ক্যাচ নিচ্ছেন কোহলি, ধবন
Web Desk, ABP Ananda | 10 Jul 2016 04:00 AM (IST)
সেন্ট কিটস: ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের তৈরি করছেন ভারতীয় ক্রিকেটাররা। অনুশীলনেও তাঁরা ঘাম ঝরাচ্ছেন। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ফিল্ডিং কোচ অভয় শর্মা ডাইভ দিয়ে ক্যাচ ধরা অনুশীলন করাচ্ছেন বিরাট কোহলিদের। অনুশীলনে যাতে কারও চোট না লাগে তার জন্য গদির উপর ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার ব্যবস্থা করা হয়েছে। বিসিসিআই এই বিশেষ অনুশীলনের ভিডিও পোস্ট করেছে ট্যুইটারে। দেখা যাচ্ছে কোহলি, ধবনরা দুরন্ত ক্যাচ নিচ্ছেন। দেখুন সেই ভিডিও