মুম্বই: বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। তিনি মাঠে নামা মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরু। তিনি ব্যাট চালানো চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু এই বিরাটেরই ব্যাডপ্যাচ হয়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটের আলোচ্য বিষয়। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি করার পর থেকে আড়াই বছরের অপেক্ষা। একের পর এক ইনিংসে ব্য়র্থতাই সঙ্গী। অবশেষে গত এশিয়া কাপের মঞ্চে বিরাট সমর্থকদের মুখে হাসি ফোটে। টুর্নামেন্টের শুরু থেকেই ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। শেষ পর্যন্ত আফগান ম্যাচে ৬১ ম্যাচে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন বিরাট। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে নিজের কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন। আজকের ওস্তাদের মার সিরিজের আমাদের প্রতিবেদন সেই ইনিংস নিয়েই।






টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম সেঞ্চুরি। মঞ্চ এশিয়া কাপের। পরপর ব্যর্থতার রেষ কাটিয়ে টুর্নামেন্টে দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর নিয়মরক্ষার আফগানিস্তান ম্যাচে রোহিত শর্মা রিজার্ভ বেঞ্চে বসেছিলেন। ফলে ওপেনে নামার সুযোগ এসেছিল বিরাটের কাছে। সেই সুযোগটাকে কাজে লাগালেন কিং কোহলি। 


কে এল রাহুলের সঙ্গে ব্যাট করতে নেমে ১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন কোহলি। মাত্র ৫৩ বলে সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় দলের ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ১৯ তম ওভারে ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন বিরাট। নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না লক্ষ্যে পৌঁছনোর পর। ব্যাট উঁচু করেই হেসে ফেলেন বিরাট। বিয়ের আংটিতে চুমু খান। গলা থেকে চেনটি বের করে চুমুও খান। 


ম্যাচে প্রথমে ব্য়াট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২১২ রান বোর্ডে তুলে নেয় ভারত। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানই বোর্ডে তুলতে পারে আফগানিস্তান। ১০১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।