বেঙ্গালুরু: আগামীকাল আইপিএলের নিলাম। তার আগে ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। আবেদন করলেন তাঁদের পাশে থাকার জন্য।

আইপিএলের ১২ বছরের ইতিহাসে কখনও ট্রফির স্বাদ পায়নি আরসিবি। বারবারই হতাশ হতে হয়েছে ভক্তদের। বিরাটের কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিলেও ছবিটা বদলায়নি।

১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএলের নিলাম। তার আগে একটি ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘বন্ধুরা, আরসিবির ভক্তরা, বোল্ড আর্মি, আপনাদের কাছে বছরের পর বছর প্রচুর ভালবাসা আর উষ্ণতা পেয়ে এসেছি। পরের মরসুমের নিলামের কথা সকলেই জানেন নিশ্চয়ই। আমি চাই আপনারা সকলে দলের পাশে থাকুন। মাইক আর সাইমন (দুই কোচ) দারুণ কাজ করছেন। টিম ম্যানেজমেন্টকে সমর্থন করুন।’

কোহলি যোগ করেছেন, ‘দলগঠন নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। আমাদের দলের নিউক্লিয়াসটা এমনিই বেশ মজবুত। আমি কথা দিচ্ছি এমনভাবে দল সাজানো হবে যাতে সব দিক সমান শক্তিশালী হয় আর যাতে ২০২০ মরসুমটা ভীষণ ভাল কাটে। তাই দলের পাশে থাকুন। আপনাদের সমর্থন আমাদের কাছে অমূল্য। যতদিন খেলব, এই সমর্থন মহার্ঘ হয়েই থেকে যাবে। সকলকে ধন্যবাদ। নিলামের জন্য অপেক্ষা করছি। দেখুন ১৯ ডিসেম্বর কী হয়।’



কোহলির এই ভিডিও বার্তা পরে আরসিবি-র তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।