ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে-তে তৃতীয় আম্পায়ারের হস্তক্ষেপেই নেওয়া হয়েছিল জাডেজার বিতর্কিত রান আউটের সিদ্ধান্ত
Web Desk, ABP Ananda | 18 Dec 2019 08:46 AM (IST)
বেনজিরভাবে এতক্ষণ পর তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে জাডেজাকে আউট ঘোষণা করায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি।
চেন্নাই: বাদ সেধেছিলেন তৃতীয় আম্পায়ার রড টাকার। আর সে কারণেই নট আউট ঘোষণার বেশ কিছুক্ষণ পরে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে আউট দেওয়া হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। বিতর্কিতভাবে। চেন্নাইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ান ডে-তে ভারতীয় ইনিংসের ৪৮তম ওভারে জাডেজার রান আউট ঘিরে বিতর্ক বাঁধে। মাঠের আম্পায়ার নট আউট দেওয়ার পর মাঠের স্ক্রিনে রিপ্লেতে দেখা যায়, জাডেজা ক্রিজে পৌঁছতে পারেননি। তখন তৃতীয় আম্পায়ারের সঙ্গে কথা বলে জাডেজাকে রান আউট ঘোষণা করেন শন জর্জ। জানা গিয়েছে, তৃতীয় আম্পায়ার রড টাকার সেই সময় হস্তক্ষেপ করেছিলেন। তিনিই ওয়াকি টকি মারফত আম্পায়ারদের নির্দেশ দেন তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে। কারণ, তাঁর মনে হয়েছিল নট আউট দেওয়া হলে সেই সিদ্ধান্ত সম্ভবত সঠিক হবে না। যদিও বেনজিরভাবে এতক্ষণ পর তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে জাডেজাকে আউট ঘোষণা করায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি।