নয়াদিল্লি: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ফর্ম অব্যাহত। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে কেরিয়ারের ৪৬ তম হাফসেঞ্চুরি করলেন তিনি। ক্রিজে আসার পর থেকেই প্রোটিয়া বোলারদের আগের ম্যাচগুলির মতোই শাসন করতে শুরু করে তাঁর ব্যাট। এর আগে সিরিজে দুটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। গতকালের ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও শিখর ধবনের সঙ্গে ১৫৮ রানের পার্টনারশিপে তাঁর কয়েকটি শট ক্রিকেট অনুরাগীদের পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞদেরও মুগ্ধ করেছে। কোহলির ইনিংস সাজানো ছিল সাতটি চার ও একটি ছক্কায়। তাঁর শটগুলির মধ্যে ওই ছয়টি নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। অনুরাগীদের মধ্যে অনেকেই ওই ছক্কাকে সিরিজের সেরা শট বলে অভিহিত করেছেন।
২৯ বছরের কোহলি সাধারণত মাটি ঘেঁষা শট খেলতেই অভ্যস্ত। তবে সীমিত ওভারের ক্রিকেটে বল সীমানার বাইরেও ফেলতে দেখা যায় তাঁকে। গতকাল ভারতের ইনিংসের ১৭ তম ওভারের তৃতীয় বলে লুঙ্গি এনগিডিকে একটা বিশাল ছয় মারেন কোহলি। অফ স্ট্যাম্পের বাইরে গুড লেংথে পড়া বলকে পিচে দু-এক কদম এগিয়ে এসে সোজা বোলারের মাথার ওপর দিয়ে সাইট স্ক্রিনের পাশে মাঠের বাইরে ফেলেন কোহলি।





শুধু অনুরাগীরাই নয়, ক্রিকেট বিশেষজ্ঞরাও ওই শট দেখে মুগ্ধ।