বেঙ্গালুরু: ভারতীয় দল নিউজিল্যান্ড সফরে থাকলেও, চোটের জন্য দেশেই আছেন তিন তারকা শিখর ধবন, ইশান্ত শর্মা ও হার্দিক পাণ্ড্য। তাঁরা তিনজনে এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে ব্যস্ত। ধবন ও হার্দিকের নিউজিল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা না থাকলেও, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে যোগ দেবেন ইশান্ত। তার আগে আজ জিমে মজার ছলে তাঁদের তিনজনের কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধবন। এই ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘কে বলেছে রিহ্যাব বিরক্তিকর?’

গত মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন কাঁধে চোট পান ধবন। সেই চোটের কারণেই ভারতীয় দলের বাইরে তিনি। কিছুদিন আগে দিল্লির হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান ইশান্ত। একসময় মনে হচ্ছিল, তাঁর নিউজিল্যান্ড সফরে যাওয়ার আশা নেই। তবে রিহ্যাব করে অনেকটা ফিট হয়ে উঠেছেন তিনি। শনিবার তাঁকে ফিটনেস টেস্ট দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলেই তিনি নিউজিল্যান্ডের উড়ান ধরবেন।

হার্দিক বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের বাইরে। তিনি কবে দলে ফিরবেন, সেটা স্পষ্ট নয়। ব্রিটেন থেকে চিকিৎসা করিয়ে দেশে ফেরার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। তাঁর বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে দেখা যেতে পারে তাঁকে।