কার্ডিফবাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চার নম্বরে নেমে দুরন্ত ব্যাটিং কেএল রাহুলের। পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে রানের বন্যা। বেশ কিছু দর্শনীয় শট খেললেন তিনি। দুজনের জোড়া সেঞ্চুরিতে ভর করে ভারত ৭ উইকেটে ৩৫৯ রান করল।

দুই ওপেনার সফল না হওয়ার পর ক্রিজে নেমে বাংলাদেশের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন রাহুল (৯৯ বলে ১০৮) এবং ধোনি (৭৮ বলে ১১৩)। বিশ্বকাপের আগে শেষ এই প্রস্তুতি ম্যাচে ভারতের রান একটা সময়  ছিল ২২ ওভারে চার উইকেটে ১০২। সেখান থেকে রাহুল ও ধোনির জুটিতে ১৬৪ রান ভারতের ইনিংস মজবুত করে। শেষের ওভারগুলিতে তাঁদের স্ট্রোক প্লে ভারতের রান ৩৫০ পার করতে সাহায্য করে।

ব্যাট করতে নেমে শিখর ধবন (৫) মুস্তাফিজুর রহমানের বলে আউট হন। সে রকম ছন্দে দেখা যায়নি রোহিত শর্মাকেও। ৪২ বলে ১৯ রান করে আউট হন তিনি। অন্যপ্রান্তে অবশ্য সাবলীলভাবে খেলছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৪৬ বলে ৪৭ রান করে আউট হন তিনি।

এদিন শুরু থেকেই সাবলীল ছিলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ১২ বাউন্ডারি ও চারটি ওভারবাউন্ডারি। ধোনির ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ছয়।

ধোনি একদিকে খুচরো রান ও মাঝেমধ্যে বাউন্ডারিতে বল পাঠিয়ে ইনিংস সচল রাখার কাজ করছিলেন। আর রাহুল যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণই মারমুখী মেজাজেই ছিলেন।

২৫ বলে ২৪ রান করার পর আচমকাই গিয়ার বদল করেন ধোনি। তরুণ অফস্পিনার মেহিদি হাসান মিরাজকে আক্রমণের জন্য বেছে নেন তিনি। এরপর আর ধোনিকে রোখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে।

শেষপর্যন্ত শাকিব আল হাসান (৬ ওভারে ৫৮ রানে ২ উইকেট) ফেরান রাহুল ও ধোনিকে। তার আগে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ধোনি।

বৃষ্টির জন্য ভারত-বাংলাদেশ ম্যাচে বিঘ্ন ঘটে। আউটফিল্ড ভেজা থাকায় এমনিতেই দেরিতে শুরু হয় খেলা। এরপর মাত্র দু’বল হতেই ফের বৃষ্টি নামে। ফলে বন্ধ হয়ে যায় খেলা। যদিও ১০ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা।

বিশ্বকাপের আগে এটাই দু’দলের শেষ প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যায় ভারত। অন্যদিকে, বৃষ্টির জন্য বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে একটি বলও খেলা হয়নি। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। তবে কেদার যাদবের কাঁধের চোট এখনও পুরোপুরি না সারায় তাঁকে দলে রাখা হয়নি।

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহল।

বাংলাদেশ দল- তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, শাকিব আল হাসান, মহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মহম্মদ সৈফুদ্দিন, মেহিদি হাসান, মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু জায়েদ।