নয়াদিল্লি:ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে এখনও কিছু জানাননি। কিন্তু মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যত সম্পর্কে চিন্তাভাবনা অনেক বেশি স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে। তিনি সাফ জানিয়েছেন, তাঁদের নজর আপাতত সামনের দিকেই।
বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার পর প্রসাদ বলেছেন, আমরা সামনের দিকে এগোচ্ছি। তা খুবই স্পষ্ট। বিশ্বকাপের পর থেকেই আমরা এ ব্যাপারে স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ঋষভ পন্থকে সুযোগ দিতে শুরু করি এবং ওকে ভালো পারফর্ম করতে দেখতে চেয়েছিলাম । কিন্তু হয়ত ওই ম্যাচগুলিতে ও নিজের সেরাটা দিতে পারেনি। কিন্তু আমরা ওকে নিয়েই পরের পরিকল্পনা সাজাচ্ছি।
প্রসাদ বলেছেন, বিশ্বকাপ পরবর্তী পর্বে আমরা তারুণ্যের ওপর জোর দিয়েছি। আমাদের এই চিন্তাভাবনার প্রক্রিয়া সহজে বোঝা সম্ভব। আমাদের ধোনির সঙ্গে কথা হয়েছে। এবং তরুণদের সুযোগ দেওয়ার এই চিন্তাভাবনাতে ধোনিরও সায় রয়েছে।
গত বুধবার সৌরভ বলেছিলেন যে, ধোনির অবস্থানকে মর্যাদা দেওয়া হবে। তিনি বলেছিলেন, ধোনি কী ভাবছেন, তা জানা নেই। ভারতীয় ক্রিকেট ধোনিকে নিয়ে গর্বিত। ধোনির কৃতিত্ব দেশকে গর্বিত করেছে।
সৌরভ বলেছিলেন, ধোনির সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। তবে শীঘ্রই কথা বলবেন।
সৌরভ এ প্রসঙ্গে নিজের দৃষ্টান্ত উল্লেখ করে বলেছিলেন, যখন সবাই ভেবেছিলেন তাঁর খেলা শেষ হয়ে গিয়েছে, তখনই দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন তিনি। আরও চার বছর ভারতীয় দলে খেলেছিলেন তিনি। বিসিসিআই-এর নতুন সভাপতি বলেছিলেন, চ্যাম্পিয়নরা এত তাড়াতাড়ি শেষ হয় না।
আমরা তারুণ্যের ওপর জোর দিয়েছি, এই চিন্তাভাবনায় সায় রয়েছে ধোনির, বললেন এমএসকে প্রসাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2019 09:44 AM (IST)
ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে বিসিসিআই-এর নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে এখনও কিছু জানাননি। কিন্তু মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের ভবিষ্যত সম্পর্কে চিন্তাভাবনা অনেক বেশি স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে। তিনি সাফ জানিয়েছেন, তাঁদের নজর আপাতত সামনের দিকেই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -