নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে প্রায় গোটা বিশ্বই যখন স্তব্ধ, বন্ধ খেলা সহ যাবতীয় কাজকর্ম, তখন সবার মনোবল বাড়ানোর জন্য গান বাঁধলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই নতুন গানের ভিডিও আপলোড করেছেন। সেই সঙ্গে এই অলরাউন্ডার লিখেছেন, ‘বিশ্বজুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়লেও, আমরা ভেঙে পড়ছি না। চলুন, সবাই একসঙ্গে লড়াই করি। এই রোগের প্রাদুর্ভাবের সময় একটি ইতিবাচক গান।’

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,০১, ৫৩৬ জন। মৃত্যু হয়েছে ২৭,৪৪১ জনের। সেরে উঠেছেন ১,৩৩, ৪৫৪ জন। সংক্রমণ রোখার লক্ষ্যে বিশ্বের অনেক দেশেই লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সবার মনোবল বাড়ানোর লক্ষ্যেই গান গাইলেন ব্র্যাভো। একইসঙ্গে তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়া, বাড়ির বাইরে না যাওয়ার মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছেন।

ব্র্যাভোর মতোই আরও অনেকে করোনা ভাইরাস মোকাবিলায় গান বেঁধেছেন। নিউজিল্যান্ডের ক্রিকেটার ইশ সোধিও গান গেয়েছেন। বিশ্বের সব দেশের তারকাই এই পরিস্থিতিতে সবাইকে বাড়িতে থাকা এবং নিয়মিত হাত ধোয়ার আর্জি জানিয়েছেন।