গোয়া: ডার্বিতে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও একটা লজ্জ্বার হার। রক্ষণ বিভাগের শোচনীয় অবস্থা। কোনও কোচই ভাল ভাবে নেবেন না এই ব্যাপারগুলো। তিলক ময়দানে ওড়িশা এফসির বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে হারতে হয়েছে। আর হারের পরই হোসে মানুয়েল দিয়াজ স্বীকার করে নিয়েছেন যে এখনও গুছিয়ে উঠতে পারেনি দল। সাংবাদিক বৈঠকে এসে এসসি ইস্টবেঙ্গল কোচ যে যে প্রশ্নের সম্মুখিন হলেন, সেগুলো হল -


দলের ডিফেন্স লাইন-আপ নিয়ে কী বলবেন?


 ডিফেন্ডারদেরই শুধু রক্ষণের কাজ নয়, পুরো দলেরই। আমাদের দলের কেউই কাজটা ঠিকমতো করতে পারেনি। আমাদের বিপক্ষ খুব সহজেই গোলগুলো পেয়ে গিয়েছে।


পরপর দুটো হারের পর খেলোয়াড়দের মানসিক শক্তি কী ভাবে ফেরাবেন?


প্রথম ৩০ মিনিট আমরা তো ভালই খেলেছিলাম। তিনটে ম্যাচেই তাই হয়েছে। কিন্তু বাকি সময়ে আমরা মনসংযোগ হারিয়ে ফেলেছি, সেট পিস থেকে আমাদের প্রতিপক্ষ গোল করে বেরিয়ে গিয়েছে।


আমির দার্ভিসেভিচ ছাড়া কি দলের আর কোনও খেলোয়াড়কে সৃষ্টিশীল বলে মনে হচ্ছে?


তিনটে ম্যাচে দলের সব মিডফিল্ডার খেলেছে। আমির কিন্তু খারাপ খেলেনি। ও কোনও বল ছাড়েওনি।


দলের ডিফেন্স লাইন-আপ নিয়ে কী বলবেন?


নিজেদের গোল রক্ষার দায়িত্ব শুধু ডিফেন্ডারদের নয়, পুরো দলেরই। আমাদের দলের কেউই কাজটা ঠিকমতো করতে পারেনি। আমাদের বিপক্ষ খুব সহজেই গোলগুলো পেয়ে গিয়েছে।


গত বছর দ্বিতীয় লেগের খেলায় ওড়িশা বনাম ইস্টবেঙ্গল ম্যাচে মোট ১১ গোল হয়েছিল। ৬-৫ হারতে হয়েছিল লাল-হলুদকে। এ বার দিয়াজের ছেলেরা শুধু একটা গোল কম করেছে। যে কারণে মঙ্গলবারের ম্যাচে মোট গোল সংখ্যা দাঁড়ায় ১০। ৪-৬ হারে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচে ৮১ থেকে ৯৩ মিনিটে হল মোট ৫ গোল।


আরও পড়ুন: নিলাম টেবিলে নিজেই উঠতে চেয়েছেন রশিদ! রিটেনশন লিস্টে দলে থাকলেন না যে বিশ্বকাঁপানো বিদেশিরা