করাচি: চার বছর পর ফের একবার এশিয়া কাপের (Asia Cup) আসর বসতে চলেছে আগামী ২৭ অগাস্ট থেকে। ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) তাঁদের প্রথম ম্য়াচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) শেষবার ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে বাবরের দলের কাছে হারতে হয়েছিল বিরাট (Virat Kohli) বাহিনী। সেই সংযুক্ত আরব আমিরশাহিতেই আবার একবার ২ দলের সাক্ষাৎ হতে চলেছে। তবে এবার কি পাল্টা জয় ছিনিয়ে প্রতিশোধ নিতে পারবে ভারত? প্রাক্তন পাক পেসার আকিব জাভেদ মনে করেন যে এক ভারতীয় অরাউন্ডার তফাৎ গড়ে দিতে পারেন ভারত-পাক দ্বৈরথে।


কী বলছেন আকিব জাভেদ?


পাকিস্তানের বিশ্বকাপজয়ী পেসার আকিব জাভেদ মনে করেন, হার্দিক পাণ্ড্য ম্যাচে তফাৎ গড়ে দিতে পারেন। তিনি বলেন, ''দুই দলের মধ্যে পার্থক্যটা তাদের ব্যাটিংয়ে। ভারতের ব্যাটিং এখনও অনেক বেশি অভিজ্ঞ। রোহিত শর্মার মতো ব্যাটসম্যান ফর্মে থাকলে তিনি এককভাবে ভারতের হয়ে ম্যাচ জিততে পারেন। পাকিস্তানের ফাখর জামানের কথাও বলতে হয়। তাঁর ব্যাট চললে পাকিস্তানও ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারে। কিন্তু ২ দেশের মিডল অর্ডার লাইন আপে একটাই পার্থক্য সেই হার্দিক পাণ্ড্য। কারণ পাকিস্তান দলে হার্দিকের মতো অলরাউন্ডার নেই।''


জতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন হার্দিক। ব্যাট হাতে যেমন ফিনিশারের ভূমিকা নিয়েছেন। তেমনই বল হাতেও মাঝের ওভারে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে পারেন এই তরুণ অলরাউন্ডার। 


পন্টিং এগিয়ে রাখছেন ভারতকে


ভারত-পাকিস্তান এখন আর দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ থাকলে তার বহু আগে থেকেই শুরু হয়ে যায় ম্যাচ ঘিরে জল্পনা-কল্পনা, কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী। এবারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচেও তার অন্যথা হচ্ছে না। ম্যাচের জন্য সপ্তাহ দু'য়েক বাকি থাকলেও, এখন থেকেই সেই নিয়ে দুই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরই মধ্যে রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়ে দিলেন আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাঁর মতে জয়ের জন্য ভারতই ফেভারিট। তিনি বলছেন, ''আমার মতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতই জিতবে। পাকিস্তান দলের প্রতিভা বা দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ওরা দারুণ একটা ক্রিকেটীয় দেশ, যে দেশের থেকে প্রতিনিয়ত দারুণ দারুণ ক্রিকেটার উঠে আসে।''


আরও পড়ুন: কামিন্সের চ্যালেঞ্জের জবাবে পারথে শতরান হাঁকিয়ে বিখ্যাত সেলিব্রেশন কোহলির