নাগপুর:  সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহল। এরইমধ্যে কুলদীপ টেস্ট দলেও নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। এই দুই স্পিনারের উত্থানে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছেন ভারতীয় দলের একদা দুই নির্ভরযোগ্য রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা। অশ্বিনকে এখন আর সীমিত ওভারের দলে দেখা যায় না। একদিনের দলে অশ্বিনের দরজা কার্যত এখন বন্ধ। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে কুলদীপ বলেছেন, আমরা কাউকে সরাইনি, যে সুযোগ পেয়েছি, তার সদ্ব্যাবহার করেছি মাত্র।


একদিনের ফর্ম্যাটে ভারতের দুই নিয়মিত স্পিনার চাহল ও কুলদীপ। জাডেজা হয়ে উঠেছেন তৃতীয় স্পিনার। তাঁর ও চাহলের পারফরম্যান্সের কারণেই একদিনের ক্রিকেটে অশ্বিনের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে কুলদীপ বলেছেন, একেবারেই না। আমরা কাউকে সরাইনি। যে সুযোগ পেয়েছি, সেগুলি ভালোভাবে কাজে লাগিয়েছি মাত্র। ওরা (অশ্বিন ও জাডেজা) ভারতের হয়ে সব সময়ই ভালো খেলেছে। টেস্ট ম্যাচে তো এখনও অ্যাশ ও জাড্ডু ভাই খেলেন।

কুলদীপ ও চাহলের উত্থানের পর ফিঙ্গার স্পিনারের চেয়ে রিস্ট স্পিনারদের অগ্রাধিকারের মনোভাবটা জোরাল হয়েছে।

কুলদীপ বলেছেন, আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওদের প্রচুর অভিজ্ঞতা। টেস্ট স্কোয়াডে যখন ছিলাম, তখন ওদের কাছ থেকে অনেক শিখেছি। যখনই সুযোগ পেয়েছি, তখনই আমি ও চাহল দলের হয়ে পারফর্ম করেছি, দলকে জেতাতে সাহায্য করেছি। এতেই আমরা খুশি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে এ কথা বলেছেন কুলদীপ। সিরিজের প্রথম ম্যাচে দুটি উইকেট নিয়েছিলেন কুলদীপ। জাডেজা উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন। চাহলও চলতি সিরিজে খেলবেন। দলের স্পিনারদের পারফর্ম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কুলদীপ।

তিনি বলেছেন, সত্যি কথা বলতে কী, আমি, জাড্ডু ভাই, চাহল খুবই ভালো খেলছি। তাই উদ্বেগের কিছু নেই। খেলার দিকেই গুরুত্ব দিচ্ছি।