নয়াদিল্লি: অস্ট্রেলিয়ানরা যেভাবেই খেলুন না কেন, ভারতীয় ক্রিকেটাররা আগ বাড়িয়ে স্লেজিং করবেন না। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্লেজিং করবে কি না, সেটা ওদের ব্যক্তিগত বিষয়। তবে যদি মাঠে তর্ক বা লড়াইয়ের কথা হয়, তাহলে আমি বলব, সংঘাত ছাড়া খেলতে কোনও অসুবিধা নেই।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা স্লেজিংয়ের জন্য কুখ্যাত। ২০০৮-এর ভারত সফরে ‘মাঙ্কিগেট’-এর জল অনেকদূর গড়িয়েছিল। এবারের সফরের আগে তাই স্লেজিংয়ের প্রসঙ্গ অবধারিতভাবে উঠে আসছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অবশ্য সম্প্রতি স্লেজিং থেকে বিরত থাকছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিরাট। তিনি নিজেও সংযত থাকবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ভারতের অধিনায়কের মন্তব্য, ‘ব্যক্তিগতভাবে আমার আর আগ্রাসনের প্রয়োজন হয় না। আমার নিজের দক্ষতার উপর বিশ্বাস আছে। কেরিয়ারের শুরুতে অপরিণত ছিলাম। অযথা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামাতাম। এখন আর সেটা করি না। অধিনায়ক হওয়ার পর দলের কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমরা কোনওদিনই আগে স্লেজিং করিনি। সবসময়ই পাল্টা জবাব দিয়েছি। এবারও আমাদের প্রধান লক্ষ্য থাকবে লড়াই জারি রাখা।’
আমরা আগে স্লেজিং করব না, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2018 04:49 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -