আমদাবাদ: ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক বাঙালি কন্যার। জোড়া সোনা জিতে চমকে দিলেন হাওড়ার বাসিন্দা ১৭ বছরের কোয়েল বর। বাবার মাংসের দোকান রয়েছে, বিশ্ব মঞ্চে পৌঁছনোর লড়াইটা সহজ ছিল না কোয়েলের কাছে। আমদাবাদে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ইতিহাস কোয়েল বরের। 

মাত্র ১৭ বছর বয়স কোয়েলের। আমদাবাদে এই মুহূর্তে চলছে ভারোত্তোলকের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। সেখানেই দুর্দান্ত পারফর্ম্য়ান্স করেছে কোয়েল। জুনিয়র ও যুব বিভাগে দুটো বিভাগে দুটো সোনা জিতেছে সে। ২০১৮ সালে বাবার হাত ধরে হাওড়ার দেউলপুরে অষ্টম দাসের কাছে ট্রেনিংয়ের জন্য এসেছিলেন। সেই থেকে তাঁর কাছেই তালিম নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কোয়েলের ভারতীয় দলের কোচ বিজয় শর্মা।

মোট ১৯২ কেজি ওজন তুলেছেন কোয়েল। এর আগে বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। ৫৩ কেজি ক্যাটাগরিতে ১৯২ কেজি ওজন তুলেছেন। ক্লিন অ্য়ান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তুলেছে কোয়েল। স্ন্যাচ ক্যাটাগরিতে ৮৫ কেজি ওজন তুলেছেন।

আমদাবাদ থেকে ফোনে কোয়েল বলেন, ''আমি ভাল কিছু করতে পারব, এটা আশাবাদী ছিলাম। বিশ্বরেকর্ড গড়তে পারার থেকে ভাল কিছুই হয় না। বাবার হাত ধরেই প্রথম ভরোত্তোলনে পা রেখেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোয়েল বলেন, ''বাবার সঙ্গে আমি জিমে যেতাম প্রথমে। সেখান থেকেই আমার ভারোত্তোলনে আসা। ২০১৮ সালে বাবার হাত ধরেই আসা।  দেউলপুর গ্রামে অষ্টম দাসের কাছে ট্রেনিং শুরু করেছিলাম। আমার শুরুটা ওঁনার হাতেই হয়েছিল। প্রস্তুতিতে কোনও খামতি রাখতাম না। এছাড়া স্যাররা যা বলতেন তা মেনে চলার চেষ্টা করতাম। ডায়েটও ছিল নির্দিষ্ট।'' বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকেই এবার লক্ষ্য কোয়েলের।

বিধ্বংসী ব্যাটিং সরফরাজের

মুম্বইয়ের হয়ে খেলতে নেমে হরিয়ানার বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেন সরফরাজ। ১১২ বলে ১১১ রানের ইনিংস খেলেন সরফরাজ। প্রথম ৫৯ বলে ৫০ রান করার পর পরবর্তী ৪০ বলে আরও ৫০ রান যোগ করে শতরানের গণ্ডি পার করেন সরফরাজ। গত ম্যাচ তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে ৯২ রানে শতরান হাঁকিয়েছিলেন সরফরাজ। ইংল্যান্ড সফরে সরফরাজকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপর ঘরোয়া মরশুমের শুরুর আগে এহেন পারফরম্যান্স কিন্তু পুনরায় নির্বাচকদের সরফরাজের কথা ভাবতে বাধ্য করবে। দুই তারকাদের এহেন ফর্ম কিন্তু পশ্চিমাঞ্চলের জন্যও সুখবররুতুরাজ ও সরফরাজ, উভয়কেই এরপর দলীপ ট্রফিতে একসঙ্গে পশ্চিমাঞ্চলের হয়ে খেলতে দেখা যাবে।