কলকাতা: রাজ্য টেবিল টেনিস (West Bengal TT) চ্যাম্পিয়নশিপের পুরুষ এবং মহিলাদের খেতাব জিতলেন অনির্বাণ ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়। ছয় বছর পরে বাংলার হয়ে খেলতে নেমে মহিলাদের ফাইনালে সুতীর্থা মুখোপাধ্য়ায় ৪-১ ব্যবধানে প্রাপ্তি সেনকে পরাজিত করেন। ম্যাচের ফল ১১-৪, ১১-৫, ১১-৫, ১০-১২ ও ১২-১০।  পুরুষদের ফাইনালে আকাশ পালকে ৪-২ ব্যবধানে পরাজিত করে খেতাব অনির্বাণ ঘোষের।  ম্যাচের ফল ৯-১১, ১১-৪, ১২-১০, ১২-১০, ৬-১১ ও ১১-৪।  


অনূর্ধ্ব ১৯  ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন বোধিসত্ত্ব চৌধুরী।  তিনি ফাইনালে ৪-২ গেমে শঙ্খদীপ দাসকে পরাজিত করেন। ম্যাচের ফল ১১-৯, ৯-১১, ১১-৯, ৫-১১, ১১-৮, ১১-৫।  এই বিভাগের মেয়েদের খেতাব ঐশিকী জোয়ারদারের।  তিনি ফাইনালে স্নেহা ভৌমিককে ৪-২ গেমে পরাজিত করেন। ম্যাচের ফল ১১-১, ১৪-১৬, ৯-১১, ১১-৮, ১১-৮, ১১-৬। 


অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন  শঙ্খদীপ দাস। তিনি ফাইনালে ঐশিক ঘোষকে ৪-০ ব্যবধানে পরাজিত করেন। ম্যাচের ফল ১৪-১২, ১১-৪, ১১-৬, ১১-৪। এই বিভাগের মেয়েদের  চ্যাম্পিয়ন নন্দিনী সাহা । তিনি ফাইনালে সাংভি রায়কে ৪-২ ব্যবধানে পরাজিত করেন।  ম্যাচের ফল ১১-৮, ১১-৮, ৯-১১, ১১-৯, ৬-১১, ১১-৩ ।  


অনূর্ধ্ব ১৫ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রূপম সর্দার।  তিনি ফাইনালে সোহম মুখোপাধ্যায়কে ৪-২ ব্যবধানে পরাজিত করেন। ম্যাচের ফল ১০-১২, ১১-৬, ১১-৮, ১১-৮, ৭-১১, ১১-৭। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস।  তিনি ফাইনালে ৪-১ ব্যবধানে পরাজিত করেন নন্দিনী সাহাকে।  ম্যাচের ফল ১১-২, ৯-১১, ১১-৩, ১১-৭, ১১-৯। 


অনূর্ধ্ব ১৩ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন আদিত্য দাস।  তিনি ফাইনালে শ্রেষ্ঠ চক্রবর্তীকে ৪-৩ ব্যবধানে পরাজিত করেন।  ম্যাচের ফল ১১-১৩, ১১-৮, ৮-১১, ১১-৭, ১০-১২, ১১-৭, ১১-৫। এই বিভাগে মেয়েদের চ্যাম্পিয়ন অঙ্কলিকা চক্রবর্তী।  তিনি অহনা রায়কে ৪-১ ব্যবধানে পরাজিত করেন।  ম্যাচের ফল ১০-১২, ১১-৩, ১১-৫, ১২-১০, ১১-৯। 


অনূর্ধ্ব ১১ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ঋষান চট্টোপাধ্যায়।  তিনি ফাইনালে হিমন মণ্ডলকে ৩-০ ব্যবধানে পরাজিত করেন।  ম্যাচের ফল ১১-৫, ১১-৭, ১১-৯। এই বিভাগের মেয়েদের চ্যাম্পিয়ন সারিকা শাহিদ।  তিনি ফাইনালে শত্রুয্য বন্দ্যোপাধ্যায়কে ৩-০ ব্যবধানে পরাজিত করেন।  ম্যাচের ফল ১৩-১১, ১১-৫, ১১-৮।                                                        


আরও পড়ুন: মেসি অবিশ্বাস্য, বললেন মারাদোনার বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার কোচ