আবু ধাবি: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাকিস্তানের রান ছিল ৪৫২। ফলে ক্যারিবিয়ানদের ফলো অল করাতেই পারতেন পাকিস্তানের অধিনায়ক মসবা উল হক। কিন্তু প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে থেকেও ফলো অন করালেন না মিসবা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।
প্রথম টেস্টে ৫৬ রানে জিতেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় মিসবারা। দ্বিতীয় দিন ৪ উইকেটে ৩০৪ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান। অধিনায়ক মিসবা (৯৬) অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। সরফরাজ আহমেদ (৫৬) অর্ধশতরান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্যানন গ্যাব্রিয়েল পাঁচটি এবং জেসন হোল্ডার তিন উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। ড্যারেন ব্র্যাভো (৪৩) এবং মার্লন স্যামুয়েলস (৩০) ছাড়া আর কেউই ভদ্রস্থ রান করতে পারেননি। পাকিস্তানের বাঁ হাতি পেসার রাহত আলি তিন উইকেট নেন। দ্বিতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ছিল ৬ উইকেটে ১৫১। তৃতীয় দিন ২২৪ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৪ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।
২২৪ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ফলো অন করাল না পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2016 02:04 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -