অ্যান্টিগা: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দলে রয়েছেন একজন নবাগত স্পিনারও। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ক্রেইগ ব্রেথওয়েটের দলকে। সেই ম্যাচে অশ্বিন একাই ১২ উইকেট তুলে নিয়েছিলেন। তাই দ্বিতীয় টেস্টে একজন স্পিনার অতিরিক্ত দলে অন্তর্ভূক্তি করাল ক্যারিবিয়ানরা। 


ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার। ২৩ বছরের কেভিন ইতিমধ্যেই দেশের জার্সিতে সাতটি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সম্প্রতি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবোয়েতে। সেখানেও দেশের জার্সিতে নেমেছিলেন কেভিন। তবে টেস্টে প্রথমবার দলে সুযোগ পেলেন। 


ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রেথওয়েট, জারমেইন ব্ল্যাকউড, এলিস আথানাজে, তেগনারিন চন্দ্রপল, রখিম কর্ণওয়েল, জশুয়া দ্য সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ., কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান


শীর্ষস্থান হারাতে পারে ভারত?


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু কেন? ইতিমধ্যেই ডমিনিকা টেস্টে ইনিংস ও ১৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ শুরু করেছে ভারত। এই মুহূর্তে ১২১ রেটিং নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে ১১৬ পয়েন্ট নিয়ে। এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত প্যাট কামিন্সের দল। সেখানে প্রথম ২ টেস্টে জয়ের পর তৃতীয় ম্যাচে হারতে হয়েছিল অজিদের। 


অস্ট্রেলিয়া এই মুহূর্তে অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে পরের ম্যাচেও হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। অ্যাশেজের তৃতীয় টেস্ট ১৯ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারে ও ২৭ তারিখ থেকে ওভালে শুরু চতুর্থ টেস্ট। আর অজিরা যদি অ্যাশেজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তবে ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে টিম ইন্ডিয়া। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট যদি ড্র হয়, অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ৩-১ ব্যবধানে অ্যাশেজে জেতে, তবে ভারতীয় দল দ্বিতীয় স্থানে নেমে যাবে, স্মিথরা শীর্ষে চলে যাবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২০ জুলাই থেকে।