মুম্বই: সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে আইপিএল সতীর্থকে নিয়ে চিন্তিত রোহিত শর্মা। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক জানিয়ে দিলেন, কায়রন পোলার্ডের নেতৃত্বের জন্যই এই ওয়েস্ট ইন্ডিজকে অন্যরকম দেখাচ্ছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিতের আবার অন্যতম ভরসার জায়গা এই পোলার্ডই। প্রচুর ম্যাচে পোলার্ডের ব্যাট-বলের দাপট রোহিতদের ম্যাচ জিততে সাহায্য করেছে।


ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ ১-১ ফলে দাঁড়িয়ে। আজ, বুধবার শেষ ম্যাচে যে দল জিতবে, ট্রফি উঠবে তাদেরই হাতে। মঙ্গলবার রোহিত বলেছেন, ‘ওদের নিয়ে পূর্বাভাস করা যায় না। নির্দিষ্ট একটা দিনে ওরা যে কী করবে, বলা যায় না। প্রথম ম্যাচেও ওরা ভাল খেলেছে। নেহাত বিরাটের অসাধারণ পারফরম্যান্স আমাদের ম্যাচ জিতিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ মানেই এরকম পরিস্থিতি তৈরি হবে।’

এরপরই রোহিত বলেন, ‘এখন ওরা পোলার্ডের নেতৃত্বে খেলছে। পোলার্ডকে খুব ভালমতো জানি। জানি ও কীভাবে চিন্তা করে। জানি অধিনায়ক হিসাবে ও কী চাইবে। ওর জন্যই ওয়েস্ট ইন্ডিজকে অন্যরকম দেখাবে।’ রোহিত যোগ করেন, ‘আগের ম্যাচে কিছু ভুল করেছিলাম। সেগুলো শুধরে নিতে হবে।’