লন্ডন: এভিন লুইসের ঝোড়ো অর্ধশতরান এবং স্পিনার স্যামুয়েল বদ্রির নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করে লর্ডসে চ্যারিটি টি২০ ম্যাচে বিশ্ব একাদশকে ৭২ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।


২৬ বলে ৫৮ রান করেন লুইস। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও সমসংখ্যক ছক্কায়। এছাড়া, মার্লন স্যামুয়েলস (৪৩) ও দীনেশ রামদিন (৪৪ অপরাজিত) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান ১২-র গণ্ডি পার করতে পারেননি। শূন্য রানে ফিরে যান ভারতের একমাত্র প্রতিনিধি দীনেশ কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।


বিশ্ব একাদশের ব্যাটিংকে প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন বদ্রি। ৪ রানের বিনিময়ে তিনি ২ উইকেট সংগ্রহ করেন। শ্রীলঙ্কার থিসারা পেরেরা (৩৭ বলে ৬১) চেষ্টা করলেও, তা যথেষ্ট ছিল না। ১২৭ রানেই শেষ হয়ে যায় বিশ্ব একাদশের ব্যাটিং।


প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে হারিকেন – ইরমা ও মারিয়ার জোড়া ধাক্কায় বিধ্বস্ত হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বড় অংশ। বিস্তর ক্ষতি হয় অ্যাঙ্গিলা ও ডোমিনিকার ক্রিকেট মাঠ। তারই পুনর্গঠনের অর্থ সংগ্রহের জন্যই এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল।


বিশ্ব একাদশের অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০ হাজার মার্কিন ডলার দান করেন। পাশাপাশি, দুই দলের সকল ক্রিকেটারও নিজ নিজ ম্যাচ ফি দান করেন।