সেন্ট কিটস: নয় বছরের খরা কাটিয়ে এশিয়ার বাইরে সিরিজ জয় বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় তথা শেষ ম্যাচে হারিয়ে ২-১ একদিনের সিরিজ জিতে নিল বাংলাদেশ।
বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ অধিনায়কের এই সিদ্ধান্তকে মর্যাদা দিলেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। সিরিজের নির্নায়ক ম্যাচে তামিমের আত্মবিশ্বাসী শতরানের ইনিংসে ভর করে বাংলাদেশ বড় স্কোর করে। একদিনের ক্রিকেটে এটি তামিমের দ্বাদশ শতরান।
শুরুতেই উইকেট হারানোর পর প্রথমে সাকিবের সঙ্গে জুটিতে ৮১ রান তুলে দলের ইনিংসের ভিত মজবুত করেন তামিম। এরপর মুশফিকর ও মহমুদুল্লাহর সঙ্গে জুটি বেঁধে দলের রান ২০০ তে পৌঁছে দেন তিনি। শতরান পূর্ণ করার পর আউট হন তিনি। ১২৪ বলে ৭ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে তিনি ১০৩ রান করেন।
ইনিংসের শেষের দিকে মহমুল্লাহর ৪৯ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩০১ রান করে। মহমুদুল্লার ইনিংস সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে।
৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল চেনা মেজাজে ব্যাটিং শুরু করেন। প্রথম উইকেটে ইভান লুইসের সঙ্গে ৫০ রান যোগ করেন গেইল। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের রান ১০০-তে পৌঁছে যায়। কিন্তু এরপর ধৈর্য্যচ্যুতি ঘটে গেইলের। ৬৬ বলে ৭৩ রান করে আউট হন তিনি।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আর কোনও খেলোয়াড়ই শুরুটা ভালো করেও উইকেটে টিকে থাকতে পারেননি। দলের ২২৪ রানের মাথায় ৯৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন হোপ।
শেষের দিকে রোভম্যান পাওয়েল ৪১ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। কিন্তু উইকেটের অন্যপ্রান্তে কোনও ব্যাটসম্যানই তাঁকে সহায়তা করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় ২৮৪ রানে। ১৮ রানে হেরে সিরিজ খোয়াতে হল তাদের।