বার্বাডোজ: একই ওভারে চারটে ছক্কা খেয়েছিলেন আগের ম্যাচেই। কিন্তু তার পরের ম্যাচেই যেন হিসেব মিটিয়ে নিলেন জেসন হোল্ডার। চার বলে ৪ উইকেট তুলে রেকর্ড গড়লেন ক্য়ারিবিয়ান তারকা অলরাউন্ডার। সিরিজের পঞ্চম ম্য়াচে ইংল্যান্ডের শেষ ওভারে হ্য়াটট্রিক সহ ৪ বল ৪ উইকেট তুলে নেন তিনি। শুধু তাইই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে মঈন আলি হোল্ডারকে চারটি ছক্কা মেরেছিলেন। সেই ওভারে ২৮ রান তুলে নিয়েছিলেন মঈন। এমনকী ম্যাচও ইংল্যান্ড জিতে যায় ৩৪ রানে। কিন্তু তার ঠিক পাল্টা এদিন ৪ উইকেটও তুলে নিলেন হোল্ডার।
ইংল্যান্ডের আদিল রশিদের উইকেট নিয়ে শুরু করেছিলেন। শেষ ওভারে হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট তুলে নেন হোল্ডার। ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদের উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন হোল্ডার। ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার এখনো হোল্ডারই।। পরে পঞ্চম বলে জেসন ফিরিয়ে দেন সাকিব মেহমুদকে। সুতরাং, টানা চার বলে ৪টি উইকেট নিয়ে হোল্ডার ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন এবং সেই সঙ্গে ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৯ তুলে নেয় তারা। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৯.৫ ওভারে ১৬২ রানে। ১৭ রানে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। এমনকী সিরিজও ৩-২ ব্যবধানে জিতে নেয় তারা।