বার্বাডোজ: উরুর চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইয়ন মর্গ্যানের চোট ফের পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, তাঁর ডান পায়ের উরুর পেশিতে চোট রয়েছে। সেই চোট গুরুতর নয়। কিন্তু তাঁর পক্ষে এই সফরে আর খেলা সম্ভব হবে না।’


এই সিরিজে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন মর্গ্যান। কিন্তু তৃতীয় ম্যাচে আর তাঁর পক্ষে খেলা সম্ভব হয়নি। সেই ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দেখা যায় মইন আলিকে। ম্যাচটি ২০ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ভারতীয় সময় অনুযায়ী রাত দেড়টা থেকে শুরু চতুর্থ টি-২০ ম্যাচ।


চলতি সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ২৯ বলে ১৭ রান করেন মর্গ্যান। দ্বিতীয় ম্যাচে তিনি করেন ১২ বলে ১৩ রান। এই সিরিজকে তিনি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখছিলেন। কিন্তু সেখানেই চোট পেয়ে তাঁকে ছিটকে যেতে হল।


এখন টি-২০ ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড। কিন্তু চোট-আঘাতের জন্য টি-২০ বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি জশ বাটলার, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড। কনুইয়ের অস্ত্রোপচারের পর এখনও খেলার মতো জায়গায় আসেননি জোফ্রা আর্চার। তিনি অবশ্য দলের সঙ্গেই আছেন। তবে একসঙ্গে এতজন ক্রিকেটার বাইরে থাকায় ইংল্যান্ড শিবির কিছুটা ধাক্কা খেয়েছে।


এই সিরিজে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে হ্যারি ব্রুক, ফিল সল্ট ও জর্জ গ্যার্টনের। এই বিষয়টিকে অবশ্য ইতিবাচক দিক হিসেবেই দেখছেন মর্গ্যান। তাঁর মতে, ‘এই সিরিজে অনেক প্রতিভাবান ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে। এটা সুধু দলের জন্যই নয়, ওদের পক্ষেও ভাল। এরকম সুযোগ সচরাচর পাওয়া যায় না। ভবিষ্যতের জন্য এটা ভাল।’