কলকাতা: আইপিএল নাইনে এই প্রথম চলল না বিরাট কোহলির ব্যাট। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে অকল্পনীয়ভাবে শূন্য রানে আউট কোহলি। গুজরাত লায়ন্সকে মাত্র ১৫৮ রানে আটকে রেখেও কোহলির এভাবে আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষপর্যন্ত এবি ডিভিলিয়ার্সের ব্যাটে ভর করে আইপিএলের ফাইনালে ওঠে কোহলির দল। কিন্তু কোহলির কোনও রান করে ফিরে যাওয়াটা বেঙ্গালুরুতে গতকালের ম্যাচে উপস্থিত দর্শককূল বিশ্বাস করতে পারছিলেন না।
আইপিএলের একটা মরশুমে হাজার রান পূর্ণ করতে ৮১ রান দরকার কোহলির। ইতিমধ্যেই আইপিএলে চারটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। কিন্তু আইপিএল প্রথম কোয়ালিফায়ারে থমকে গেল কোহলির ব্যাট।ধবল কুলকার্নির বল স্ট্যাম্পে টেনে এনে আউট হয়ে গেলেন কোহলি।
কোহলি আউট-দুই চোখ কচলেও যেন বিশ্বাস করতে পারছিলেন না দর্শক, এমনকি খেলোয়াড়রা। টুইটারে সেই বিস্ময়ের রেশই দেখা গেল।

গব্বর নামে একজন টুইটারে লিখেছেন, 'কোহলি শূন্য রানে আউট। পরের ব্যাটসম্যানকে জাগাতে টিমমেটরা হোটেলে ছুটছেন'।

প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ লেখেন, 'শূন্য রানে আউট হয়ে সুপারম্যান বিরাট কোহলি দেখালেন যে তিনিও মানুষ... কখনও কখনও!'

 



গুজরাত লায়ন্সের খেলোয়াড় রবীন্দ্র জাদেজার প্রতিক্রিয়া- 'বিরাট কোহলি যখন শূন্য রানে আউট হল এবং বিন্নি যখন একই ম্যাচে ছক্কা মারল, আমি বেঁচেই ছিলাম।'






মিনহাল নামে একজন টুইটে লিখেছেন, 'বিরাট কোহলি শূন্য রানে আউট। এটা কী করে সম্ভব!'

এসজি নামে একজনের টুইট- 'বিরাট কোহলিকে শূন্য রানে আউট করে ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে উঠে এলেন ধবল কুলকার্নি।'