এই প্রশ্নপত্রের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।এমনকী আইসিসির অফিসিয়াল ইনস্টাগ্রামেও প্রশ্নপত্রটি আপলোড করা হয়! যদিও শেষমেষ ভাগ্য সঙ্গ দেয়নি ধোনির দলকে। টসে জিতে ঘূর্ণি পিচে ধোনিরা আটকে যান চার উইকেটে ১৩১ রানে। প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে হেরে যায় চেন্নাই সুপার কিংস। টসে জিতে ব্যাটিং না ফিল্ডিং, কী করা উচিত মাহির? প্রশ্ন আইআইটি-মাদ্রাজে
web desk, ABP Ananda | 08 May 2019 02:06 PM (IST)
প্রশ্নপত্রের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী আইসিসির অফিসিয়াল ইনস্টাগ্রামেও প্রশ্নপত্রটি আপলোড করা হয়!
চেন্নাই: টসে জিতে কি করা উচিত ধোনির? ব্যাটিং না ফিল্ডিং? এই নিয়ে তর্কের তুফান উঠতেই পারে চায়ের আড্ডায় কিংবা ক্রীড়াপ্রেমীদের গোলটেবিল বৈঠকে। কিন্তু কলেজের প্রশ্নপত্রে এমন একটা প্রশ্ন যে থাকতে পারে, সে কথা কি কোনও ছাত্রছাত্রী ভাবতে পারেন? কিন্তু বাস্তবে সত্যিই এমন তাক লাগানো প্রশ্নের মুখোমুখি হতে হল চেন্নাই আইআইটির পড়ুয়াদের। আইআইটির অধ্যাপক ভিগনেশ মুথুবিজয়ন ছাত্রছাত্রীদের এই প্রশ্ন করেন। মুম্বই ইন্ডিয়ানস-এর বিরুদ্ধে চেন্নাই-এর ম্যাচে অধিনায়ক ধোনিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করাই ছিল তাঁর উদ্দেশ্য। গত ৭ মে আইপিএল কোয়ালিফায়ার এর প্রথম ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হয় ধোনির ছেলেরা। দিন-রাতের ম্যাচে শিশির বড় ভূমিকা পালন করে। বেশি শিশিরে মাঠ ভিজে গেলে স্পিনারদের বল ঘোরাতে সমস্যা হয়। অসুবিধেয় পড়েন ফাস্ট বোলাররাও। তার উপর সেদিন আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান থাকবে ৭০ শতাংশ। তাছাড়া ম্যাচের শুরুর দিকে তাপমাত্রা ৩৯ ডিগ্রি থাকলেও সেকেন্ড ইনিংসের শুরুতে পারদ নামবে। এইসব তথ্য দিয়ে পড়ুয়াদের কাছে প্রশ্ন রাখা হয়, এই পরিস্থিতিতে কি মাহির টসে জিতে ব্যাটিং নেওয়া উচিত? নাকি বল করাই শ্রেয়?