কাতার: আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা। তারপরেই কাতারে বসতে চলেছে ২২তম ফুটবল বিশ্বকাপের আসর। মোট ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে আয়োজিত হবে এবারের বিশ্বকাপ। ভারতীয়রা কবে, কখন, কোথায়, কীভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচগুলি?
কবে থেকে শুরু বিশ্বকাপ?
২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ
কখন আয়োজিত হবে ম্যাচগুলি?
৬.৩০টা, ৮.৩০টা ও ৯.৩০টায় বিশ্বকাপের সিংহভাগ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
কোথায় দেখা যাবে বিশ্বকাপ?
স্পোটর্স ১৮-এ ফিফা বিশ্বকাপ দেখতে পারবেন ভারতীয় জনগণ।
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচগুলি?
অনলাইনে জিও সিনেমায় বিশ্বকাপের সমস্ত ম্যাচগুলি দেখা যাবে।
মেসির শেষ বিশ্বকাপ
মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলে গণ্য করা হয় লিওনেল মেসিকে (Lionel Messi)। তবে ৩৫ বছর বয়সি মেসি যে নিজের কেরিয়ারের শেষের দিকে চলে এসেছেন, তা সকলেই জানেন। তাই কাতার বিশ্বকাপেই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে কি না, সেই নিয়ে জল্পনা ছিলই। জল্পনাই সত্যি হল। মেসি স্পষ্ট জানিয়ে দিলেন কাতার বিশ্বকাপই (Qatar World Cup 2022) তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'নিঃসন্দেহে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। তবে নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামব। কেমনভাবে আমরা খেলব, কী হবে না হবে তাই একটু চিন্তায়ও আছি। একদিকে সত্যি বলতে আমার আর তর সইছে না। তবে অপরদিকে বিশ্বকাপে কেমন খেলব, সেই নিয়েও চাপে আছি একটু।' ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও, জার্মানির বিরুদ্ধে হেরে খালি হাতেই ফিরতে হয়েছিল মেসির আর্জেন্তিনাকে।
তবে আর্জেন্তিনা বিশ্বকাপে ফেভারিট নয় বলেই দাবি মেসির। 'আমরা বর্তমানে ভাল ফর্মে আছি। আমাদের দলও বেশ শক্তিশালী, তবে বিশ্বকাপে যা খুশি হতে পারে। সব ম্যাচেই আমাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এই জন্যই বিশ্বকাপ আর পাঁচটা টুর্নামেন্টের থেকে আলাদা। কারণ বিশ্বকাপে ফেভারিটরা কিন্তু সবসময় টুর্নামেন্ট জেতে না, এমনকী অনেকেই প্রত্যাশামতো পারফর্মও করতে পারে না। আমরা জানি না যে আমরা ফেভারিট কি না, তবে আর্জেন্তিনার ইতিহাস, ঐতিহ্যের জন্য আমরা বরাবরই দৌড়ে থাকি। আমার মনে হয় বিশ্বকাপ জেতার জন্য আমার কিন্তু ফেভারিট নই। আমাদের থেকে আরও শক্তিশালী অনেক দল আছে।' দাবি মেসির।
আরও পড়ুন: আইএসএলের প্রথম ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল, কখন, কোথায় দেখবেন ম্যাচ?