ডাবলিন: আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে তারা। প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণর। দ্বিতীয় জন বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেও রিঙ্কু ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বড় কোনও মিরাক্যাল না হলে এই ম্য়াচে হয়ত কোনও দলই একাদশে পরিবর্তন আনবে না।


কাদের ম্যাচ?


আজ ২০ আগস্ট ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ






দ্য ভিলেজ স্টেডিয়াম যা ডাবলিনে আছে, সেই মাঠে খেলা




 





কখন শুরু ম্যাচ?




টস ভারতীয় সময় সন্ধে ৭ টায়, ম্যাচ শুরু সন্ধে ৭.৩০টায়     


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্যানেলে      


অনলাইন স্ট্রিমিং


জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর। 


অর্শদীপ সিংহের শেষ ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি মারলেন ম্যাকার্থি। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তোলে ১৩৯/৭। ম্যাচ জিততে ১৪০ রান তুলতে হতো ভারতকে।


রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক বর্মা (০)।


৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।