ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জয়ের হাতছানি ভারতীয় দলের (Indian Cricket Team)। ওয়ান ডে সিরিজে জয় এসেছে। এবার টি-টোয়েন্টি সিরিজে এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে নামবে ২ শিবির।
আজকের ম্যাচ
আজ চতুর্থ টি-টোয়েন্টিতে খেলতে নামবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ
কোথায় হবে ম্যাচ?
এই ম্যাচটি আয়োজিত হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্কে
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-টোয়েন্টি
কীভাবে দেখা যাবে ম্যাচ?
ফ্যানকোড অ্যাপের মাধ্যমে ভারতে এই ম্যাচ দেখা যাবে। ফ্যানকোড ভারতের এই ওয়েস্ট ইন্ডিজ সফরের অফিশিয়াল ব্রডকাস্টার।
উল্লেখ্য, এর আগে সূর্যকুমার যাদবের ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ভারতীয় দল এক ওভার ও ৭ উইকেট বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যায়।
তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বল হাতে ভারতকে প্রথম সাফল্য এনে দেন হার্দিক পাণ্ড্য, ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ। হেটমায়ার-পাওয়েলের দৌরাত্ম্যে শেষ ৪ ওভারে ৪২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার শেষে দলের স্কোর হয় ১৬৪/৫। রোহিত শর্মা বড় রান না পেলেও সূর্যকুমার ও পরে পন্থের ব্যাটে ভর করে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।
এদিকে ছেলেরা যেদিন মাঠে নামবেন, সেদিনই ভারতের মহিলা ক্রিকেট দলও মাঠে নামতে চলেছে কমনওয়েলথের মঞ্চে। ইংল্যান্ডের বিরুদ্ধে কমনওয়েলথের সেমিফাইনালে খেলতে চলেছে হরমনপ্রীত ব্রিগেড। ইতিহাস গড়তে মরিয়া থাকবে ভারতীয় মহিলা দল।
আরও পড়ুন: লং জাম্পে রুপোজয়ী মুরলিই সেমিতে ইংল্যান্ড বধের অনুপ্রেরণা হরমনপ্রীতদের