সিঙ্গাপুর: আরও একবার পদকের দোরগোড়ায় দাঁড়িয়ে পিভি সিন্ধু (P V Sindhu)। সিঙ্গাপুর ওপেনের (Singapore Open) ফাইনালে আজ চিনের ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে খেলতে নামছেন হায়দরাবাদি শাটলার। গতকাল সেমিফাইনালে হারালেন জাপানের (Japan) সায়না কাওয়াকামিকে। স্ট্রেট গেমে জয়। ভারতীয় নক্ষত্র শাটলারের জয় ২১-১৫, ২১-৭ গেমে। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। তবে রবিবার যে তাঁকে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মধ্যে পড়তে হবে তা নিশ্চিত।
আজকের ম্যাচ
সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু বনাম ওয়াং ঝি ই
কোথায় হবে এই ম্যাচটি?
সিঙ্গাপুর ওপেনের এই ফাইনাল ম্যাচটি হবে সিঙ্গাপুর ইন্ডোর স্টেডিয়াম, কলঙ্গে
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে সকাল ১০.৩০ থেকে শুরু হওয়ার কথা ম্যাচটি
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে ভারতে সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে
গতকাল সেমিফাইনালে বিশ্বের ৭ নম্বর সিন্ধু বিশ্বের ৩৮ নম্বর মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার কাওয়াকামিকে মাত্র ৩১ মিনিটের লড়াই শেষে হারিয়ে দেন। চলতি বছর সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেনে জিতেছিলেন। এবার আরও একবার খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে সিন্ধু। গত বছর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। আজ সিঙ্গাপুর ওপেনের ফাইনালে জিতলে অলিম্পিক্সের পর এটিই সবচেয়ে বড় জয় হবে সিন্ধুর সাম্প্রতিককালে। এর আগে শেষবার সিঙ্গাপুর ওপেনে ২০১৭ সালে তেরঙ্গা উড়েছিল। আজ আরও একটা সুযোগ।
উল্লেখ্য, সিন্ধুই একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি দু বার অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছেন। রিওতে রুপো জিতেছিলেন তিনি। আর টোকিওতে ব্রোঞ্জ।
আরও পড়ুন: তোমার মতো খেলতে পারলে অনেকেই গর্ব করত, কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা পিটারসেনের