মায়ামি: মেজর সকার লিগে কবে থেকে খেলতে নামছেন লিওনেল মেসি? এই প্রশ্নই এখন কোটি কোটি মেসিভক্তদের মনে। প্যারিস সঁ জরমেঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমেরিকান ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্তাইন ফুটবলের সুপারস্টার। কিন্তু প্রথম কবে মাঠে নামবেন? সাধাণত ইউরোপিয়ান লিগ শুরু ও শেষ হয় বছরের মাঝামাঝি সময়। তবে আমেরিকান লিগ বছরের শুরু থেকেই শুরু হয়। মূলত ফেব্রুয়ারি অথবা মার্চেই মরসুম শুরু হয় যায় মেজর সকার লিগের। সেদিক থেকে দেখতে গেলে ইন্টার মায়ামির পরের ম্যাচ রয়েছে ১০ জুন নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে। এখনও কিছু কাগজপত্রের কাজ বাকি, তাই সেই ম্য়াচে এসেই নামতে পারবেন না লিও। কিন্তু এরপর ২৪ জুন অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মায়ামি। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে মেসিকে পাওয়ার আশা রাখছেন ইন্টার মায়ামি। আর সেদিনই মেসির জন্মদিনও। 


তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়। ভারতীয় ফুটবলপ্রেমীরাও মেসির খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে থাবেন। কিন্তু ভারতীয়দের কিছুটা কালঘোম ছোটাতে হবে। মেজর সকার লিগ ভারতের কোনও টিভি চ্যানেল সাধারণ সম্প্রচার করে না। সেক্ষেত্রে অ্যাপল টিভ, অ্যাপে দেখতে হবে মেসির খেলা। যদি কোনও চ্যানেল মেসিদের খেলা দেখায়, সেক্ষেত্র তা ব্যতিক্রমী হবে। 


মরসুম শেষেই প্যারিস সঁ জরমেঁর সঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) চুক্তি শেষ হয়েছে। তারপর থেকেই গুঞ্জন চলছিল তিনি বার্সেলোনাতে (FC Barcelona) ফিরতে পারেন। আবার তাঁকে নাকি সৌদির ক্লাব আল হিলালও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে ইউরোপের পর এবার এশিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি দ্বৈরথ দেখা যেত। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। আর্জেন্তাইন কিংবদন্তি নিজেই ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন। 


এদিকে মেসি যোগ দিচ্ছেন এই খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল। এবার টিকিটের দামও ১৪০০ গুণ বেড়ে গেল ইন্টার মায়ামির ম্যাচের। মেজর লিগ সকারে খেলে এই ক্লাবটি। মেসি দলে এখনও যোগ দেননি। কিন্তু তার আগেই পরবর্তী ম্যাচগুলোর টিকিটের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, যা মূল্য তার থেকে ১৪০০ গুণ বেশি অর্থে বিক্রি করতে হচ্ছে টিকিট। চাহিদা এতটাই বেশি।


মূলত অগাস্টে যে যে ম্যাচগুলো মায়ামি খেলবে তারই টিকিটের দাম বেড়ে গিয়েছে। একটি টিকিটের মূল্য হয়েছে ৩০০ ডলার। যা ভারতীয় অঙ্কে প্রায় ২৪, ৮০০ টাকা। পয়েন্ট টেবিলে সবার নীচে থাকা মায়ামির আগামী ২৬ অগাস্ট ম্যাচ রয়েছে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে। সেই ম্যাচে সর্বোচ্চ টিকিটের দাম ভারতীয় অঙ্কে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা।