মুম্বই: ৩ বছর জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে (Internationa Cricket) মাত্র ২৩টি ম্যাচ খেলেছেন। গত বছরই ক্রিকেটের সবরকম ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন স্টুয়ার্ট বিনি। ২০১৪ সালে নিউজিল্যান্ডের (NewZeland) বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নামা বিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে সঠিক দিশা দেখাতে পারেননি। মাত্র ৬টি টেস্ট, ১৪টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ভারতের হয়ে। তবে এরই মধ্যে একটি বিশ্বরেকর্ডের মালিক তিনি। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় বােলারদের মধ্যে সবচেয়ে সফল স্পেলটি বেরিয়ে এসেছিল তাঁরই হাত থেকে। স্টুয়ার্ট বিনিকে (Stuart Binny) ভারতীয় ক্রিকেটে মনে রাখবে ২০১৪ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে সেই ৪ রান দিয়ে ৬ উইকেট নেওয়ার স্পেলটার জন্য। আমাদের ওস্তাদের মার সিরিজে সেই স্পেল নিয়েই আজকের প্রতিবেদন -
ভারত ১০৫ রানে অল আউট, এরপরই বিনির ম্যাজিক স্পেল
ওয়ান ডে ক্রিকেট। শক্তিশালী ভারতীয় ব্য়াটিং লাইন আপ। কিন্তু সেদিন সবকিছুই নেতিবাচক হচ্ছিল। প্রথমে ব্যাট করতে নেমে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল। ধোনি, রোহিত, বিরাটের মতো তারকাদের ছাড়াই সেই সিরিজে নেমেছিল ভারতীয় দল। সুরেশ রায়না দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। ম্যাচে তাসকিন আহমেদ ৫ উইকেট একাই নিয়ে ভেঙেছিলেন ভারতের ব্যাটিং লাইন আপকে। রান তাড়া করতে নেমে একটা সময় বাংলাদেশের স্কোর ছিল ৪৪/২। নিজের দ্বিতীয় ওভার করতে এসেছিলেন বিনি। মুশফিকুর, মাহমুদুল্লাহরা কেউই এই মিডিয়াম পেসারের বলের গতি ও স্যুইংয়ের কোনও জবাব দিতে পারেননি। মাত্র ১৪ রানের মাথায় বাকি ৮ উইকেট হারিয়ে বসে টাইগাররা। মাত্র ৫৮ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
সেদিন মুশফিকুর রহিম ছিলেন বিনির প্রথম শিকার। এরপর একে একে মহম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মাসরাফি বিন মোর্তাজা, নাসির হোসেন, আল আমিনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান বিনি। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। তাঁর রেকর্ড ভেঙে ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্পেলটি করেন বিনি। যে রেকর্ড আজও অক্ষত। নিজের ৪.৪ ওভারের স্পেলে ২টো মেডেন ওভার দিয়ে ৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন বিনি।
আরও পড়ুন: রুপো জয় বিন্দিয়ারানির, প্রথম কমনওয়েলথ পদক মণিপুরী তরুণীর