মুম্বই: এশিয়া কাপে (Asia Cup) ভারতের ভরাডুবির পরই দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। জানতে চেয়েছিলেন, কেন উমরন মালিকের (Umran Malik) মতো আগুনে গতির বোলার দলের বাইরে। এবার ফের জম্মু ও কাশ্মীরের পেসারকে নিয়ে মুখ খুললেন হরভজন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কে কে উমরন মালিককে ভারতীয় দলে দেখতে চান, সোশ্যাল মিডিয়ায় সরাসরি সেই প্রশ্ন করলেন টার্বুনেটর।


হরভজন ট্যুইট করেছেন, 'আজ ভারতের বিশ্বকাপের দল ঘোষণা করা হলে কে কে মিস্টার ১৫০ উমরন মালিককে দেখতে চান? অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে আমাদের তুরুপের তাস হতে পারে। আপনাদের কী ধারণা?'


আইপিএলে ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করে নজর কেড়েছিলেন উমরন। পরে তিনি জাতীয় দলেও সুযোগ করে নেন। তবে আন্তর্জাতিক মঞ্চে সেভাবে সাফল্য পাননি। যদিও উমরনকে নিয়ে আশাবাদী হরভজন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে অস্ট্রেলিয়ায়। অজিভূমে বাউন্সি ও গতিসম্পন্ন পিচে উমরন বিধ্বংসী হয়ে উঠতে পারেন বলেই মনে করছেন টার্বুনেটর।






এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড়ের বাইরে চলে গিয়েছিল ভারত (Team India)। যে বিপর্যয়ের পর ভারতের দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। সোশ্যাল মিডিয়ায় হরভজন লিখেছিলেন, 'উমরন মালিক কোথায়, যে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে? দীপক চাহারের মতো দুর্দান্ত স্যুইং বোলার কেন দলে নেই? এরা কি দলে সুযোগ পাওয়ার যোগ্য নয়? কেন দীনেশ কার্তিককে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে না? খুব হতাশাজনক'।

 

গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারায় ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে পরাজয়। এশিয়া কাপে ভারতের অভিযান শেষ হয়। খালি হাতেই মরুদেশ থেকে ফেরে টিম ইন্ডিয়া।