ত্রিনিদাদ: মাঠে তিনি গব্বর। ব্যাট হাতে হোক বা ফিল্ডিংয়ে নানা সময়ে নানা ভঙ্গিতে তাঁকে দেখা যায়। তিনি ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) 'গব্বর' শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় দল। এই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন ধবন (Shikhar Dhawan)। একেবারে সামনে থেকে নিজে পারফর্মও করেছেন। দ্বিতীয় ম্যাচে জয়ের পরই ড্রেসিংরুমে সিরিজ জয়ের সেলিব্রেট করতে দেখা গিয়েছিল হুডা (Deepak Hooda), চাহালদের। এদিন ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর ফের একবার ড্রেসিংরুমে সতীর্থদের নিয়ে দুর্দান্ত সেলিব্রেশন ধবনের। সেই সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের ট্যুইটার ও ইনস্টাগ্রামেও সেই ভিডিওর ক্লিপিংস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ধবন বলছেন, ''আমরা কারা?'', উত্তরে সবাই চেঁচিয়ে উঠে বলছেন ''চ্যাম্পিয়ন্স"।


ভারতীয় দলের সেলিব্রেশন


 






প্রথম দুই ম্যাচে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে তৃতীয় ওয়ান ডে-তে মাঠে নামে ভারত। প্রথম ম্যাচে যেখানে অধিনায়ক শিখর ধবন ৯৭ রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে সেখানে অক্ষর পটেল অলরাউন্ড পারফরম্যান্সে হয়ে ওঠেন ভারতের নায়ক। তৃতীয় ম্যাচও জিতে নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল  টিম ইন্ডিয়া। 


ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে মাঠে নেমে সেই অর্থে রেকর্ড গড়ল ভারত। মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। আর তা কাজেও লাগাল টিম ইন্ডিয়া।