নয়াদিল্লি: বিপক্ষ দল সানরাইজার্স হায়দরাবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা বোলার। যাঁর স্পিন খেলতে সমস্যায় পড়ে যান তাবড় ব্যাটসম্যানরা। অথচ সেই রশিদ খানকে নির্বিষ করে ছেড়েছেন। আফগান লেগস্পিনারের ১২ বলে ১২ রান নিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের ১৪২ রান তাড়া করতে নেমে ৬২ বলে অপরাজিত ৭০ রান করে ম্যাচের সেরা হয়েছেন শুভমান গিল। ত্রয়োদশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছেন প্রথম জয়ের স্বাদ। ব্যাট হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন নাইট তারকা। সেখানে মজার কমেন্ট যুবরাজ সিংহর।


নাইট রাইডার্সের জার্সি, হাতে ব্যাট। খেলার মাঠে নিজের ২টি ছবি পোস্ট করেছিলেন শুভমান। ক্যাপশানে ছিল খুশির কথা। সেই ছবির কমেন্টেই তারকা ক্রিকেটার যুবরাজ সিং লেখেন, 'ব্যাটটা খুব সুন্দর  মিস্টার গিল। এটা কার ব্যাট?'



আসলে শুভমানের ব্যাটে লেখা ছিল 'ইউউইক্যান'। এই 'ইউউইক্যান' ক্যানসার সচেতনতা গড়ে তোলার জন্য একটি ফাউন্ডেশন যার কর্তা হলেন যুবরাজ। নিজের ক্যানসার জয় করে ফেরার পর এই সংস্থাটি গড়ে তোলেন তিনি।



এর আগেও শুভমানের খেলার প্রশংসা করেছেন যুবরাজ।