আবু ধাবি: সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স দুরন্ত জয় পেলেও, নির্ধারিত সময়ের শেষ ওভারে পুরোপুরি ফিট না থাকা আন্দ্রে রাসেলকে বোলিং করতে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনায় সরব ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষ হওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে বিতর্ক অব্যাহত।


এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৯ রান করেন রাসেল। এরপর বল হাতে তিনি ২ ওভারে দেন ২৯ রান। কোনও উইকেট পাননি এই ক্যারিবিয়ান তারকা। শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ১৮ রান। সেখানে ১৭ রান দেন রাসেল। ফলে ম্যাচ টাই হয়ে যায়।

অন্যদিকে, এই ম্যাচেই আইপিএল-এর ইতিহাসে প্রথম বিদেশি ব্যাটসম্যান হিসেবে ৫,০০০ রান পূর্ণ করলেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর আগে এই নজির গড়েন বিরাট কোহলি, সুরেশ রায়না ও রোহিত শর্মা। তবে ওয়ার্নারই আইপিএল-এ দ্রুততম ৫,০০০ রানের মালিক।