কলকাতা: শুক্রবার ম্যাচ। তার আগে বৃহস্পতিবার যে ম্যাচের প্রস্তুতি নিয়েই সব থেকে বেশি প্রশ্ন আসবে তা ভারত অধিনায়কের জানাই ছিল। সেই মতো আজ ইডেন গার্ডেন্সে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি সবথেকে বেশি সময় নিলেন গোলাপি বলের প্রস্তুতি নিয়েই।  ‘বল সুইং করছে’। ‘ক্যাচ ধরার সময় হাতে লাগছে’। ‘মনে হচ্ছে হকি বল তালুবন্দি হচ্ছে’। ‘দিনরাতের টেস্টে শিশির একটা বড় ফ্যাক্টর’। এসবই একেবারে ঠোঁটস্থ ছিল বিরাটের। ইন্দৌর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, আর সেকারণেই এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই গড়গড় করে বলে গেলেন তিনি। তবে ইডেনে ঋদ্ধিমান সাহার ঘরের মাঠে আরও একটা প্রশ্নবান যে তাঁকে সামলাতে হবে তা হয়ত অধিনায়কের জানা ছিল না।


ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন। টেস্টে বিশ্বের সেরা উইকেটকিপার তিনি। অথচ সাদা বলের ক্রিকেটে সুযোগই পাচ্ছেন না। ৫০ ওভারেও না। টি-টোয়েন্টিতেও না। ঋদ্ধিমানের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই বিরাট যেন আরও একটু সচেতন। সাংবাদিক সম্মেলনের একেবারে শেষ লগ্নের প্রশ্নে তাঁর উত্তর, “সাহা (ঋদ্ধিমান) নিঃসন্দেহে বিশ্বমানের উইকেটকিপার। আইপিএল-এও ভাল পারফর্ম করেছে। তবে দেখতে হবে যেভাবে আমাদের টিম লাইন আপ করা হয়েছে সেখানে ও পারফর্ম করতে পারবে কিনা। লিমিটেড ওভারের ক্রিকেটে যেভাবে আমরা পারফর্ম করেছি এবং করছি সেখানে ও পারফর্ম নাও করতে পারে।”


প্রসঙ্গত, ঋদ্ধি বিগত মরশুমগুলোতে ওপরের দিকেই ব্যাট করেছেন। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেনিংও করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে তিনি সফলও হয়েছেন। তবে আন্তর্জাতিক দলে রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলিদের ব্যাটিং লাইন আপ একেবারে পাকাপোক্ত। বিশ্রাম বা চোট আঘাত না থাকলে নড়চড় হওয়ার প্রশ্নই নেই। আরও সহজ করে বললে, সাদাবলের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে ওপরের দিকে কোনও স্থানই ফাঁকা নেই। সেদিক থেকে পাঁচ বা ছয়ে ঋদ্ধি কতটা সফল হবেন তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন বিরাট। একই সঙ্গে টেস্টে ঋদ্ধিমান যে অপ্রতিরোধ্য, সে কথাও কোনও রাখঢাক না করেই মেনে নিয়েছেন তিনি।