বার্বাডোজ: সময়টা একদমই ভাল যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেটের জন্য। অ্যাশেজে লজ্জার হার। ৫ ম্যাচের সিরিজে একটি ড্র ছাড়া প্রাপ্তি কিছুই ছিল না। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারতে হল অইন মর্গ্যানের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে। ব্যাটে-বলে সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়ে বার্বাডোজে প্রথম টি-টােয়েন্টি ম্যাচ ৯ উইকেটে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্য়ারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড। তবে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। মাত্র ১০ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান ২ ওপেনার জেসন রয়, টম ব্যান্টন ও মঈন আলি। দলের অধিনায়ক মর্গ্যান মাত্র ১৭ রান করেন। শেষ দিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ক্রিস জর্ডন ও আদিল রশিদ। জর্ডন ২৮ রান করেন। এটাই দলের ব্যক্তিগত সর্বোচ্চ। রশিদ ২২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জর্ডন ও রশিদ না করলে এদিন আরও লজ্জার সম্মুখিন হতে হত ইংল্যান্ডকে।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নেন জেসন হোল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই হোল্ডারের সেরা বোলিং। দু’টি উইকেট নেন শেল্ডন কর্টরেল। এছাড়া ১টি করে উইকেট নেন আকিল হোসেইন, রোমারিয়ো শেফার্ড এবং ফ্যাবিয়ান অ্যালেন।
জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ওপেনার শাই হোপ ২০ রান করে ফিরে গেলেও আর কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৫২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং। নিকোলাস পুরান অপরাজিত থাকেন ২৭ রানে। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১টি মাত্র উইকেট নেন রশিদ। এই হারের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল মর্গ্যান বাহিনী।
আরো পড়ুন: ''এবার অন্য কাউকে নিয়ে ভাবার সময় এসেছে'', কাকে নিয়ে এই বার্তা গাওস্করের?