কেপটাউন: একের পর এক ব্যর্থতা। জাতীয় দলে গত কয়েক বছরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। একে তো চোট আঘাত, তার ওপর সুযােগ পেলেও তা কাজে লাগাতে পারছেন না ভুবনেশ্বর কুমার। এবার তাই ভারতীয় দলের এই সিনিয়র পেসারকে বসিয়ে তরুণ মুখকে সুযোগ দেওয়ার কথা বললেন সুনীল গাওস্কর। প্রাক্তন এই তারকা ওপেনার এক সাক্ষাৎকারে বলেন, ''ভাতীয় ক্রিকেটে ভুবনেশ্বর কুমারের অবদান রয়েছে অনেক। কিন্তু গত কয়েক বছর ধরে জাতীয় দলে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ওর পারফরম্যান্স একদমই আশানুরুপ নয়। ও একটা সময় এত সুন্দর ইয়র্কার ও স্লোয়ার ডেলিভারি করত। কিন্তু এখন আর তার দেখা পাওয়া যায় না। এটা সাধারণত হয়েই থাকে। কারণ ক্রমাগত খেলতে খেলতে প্রতিপক্ষ তোমার যাবতীয় স্ট্র্যাটেজি বুঝে যায়, তোমার কারসাজি ধরে ফেলে। আমার মনে হয় ভুবির ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আর আগের মতো ধারালো লাগছে না ওকে।''


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। কে এল রাহুলের নেতৃত্ব এই ম্যাচে ভারতীয় একাদশে ভুবির বদলে দীপক চাহারকে খেলানোর দাবি তুললেন লিটল মাস্টার। তিনি বলেন, ''আমার মনে হয় এখন দীপক চাহারকে সুযোগ দেওয়া উচিত। ও অনেকটা ভুবির মতোই বোলার। আর তাছাড়া লোয়ার অর্ডারে ব্যাটের হাতটাও খুব ভাল। ভুবির বদলি হিসেবে তৃতীয় ওয়ান ডে ম্যাচে চাহারকেই দেখতে চাই আমি।'' উল্লেখ্য, চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ১০ ওভার বল করে ৬৪ রান দিয়েছিলেন ভুবনেশ্বর। দ্বিতীয় ম্যাচে ৮ ওভার বল করে ৬৭ রান খরচ করেন। তবে কোনও উইকেট নিতে পারেননি।


উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ওয়ান ডে ম্যাচে ২টো বদল ভারতীয় দলে দেখতে চাইছেন মহম্মদ আজহারউদ্দিনও (Mohammad Azharuddin)। প্রাক্তন ভারত অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, জশপ্রীত বুমরাকে যেন শেষ ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। এমনকী আরেক সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমারকেও বিশ্রাম দিতে চাইছেন আজহারউদ্দিন। বদলে ২ তরুণ ক্রিকেটার নভদীন সাইনি ও মহম্মদ সিরাজকে দলে নিতে চাইছেন আজহারউদ্দিন। 


আরো পড়ুন: ''বিরাট চক্রান্তের শিকার'', কেন বললেন শোয়েব আখতার?