ডমিনিকা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে খেলানো হয়নি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে গো হারান হেরেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে ফেরানো হয়েছে বিশ্বের এক নম্বর বোলারকে। আর মাঠে ফিরেই বল হাতে সফল তামিলনাড়ুর অফস্পিনার। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের কোমর ভেঙে দিয়েছেন আর অশ্বিন (R Ashwin)। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটও হয়ে গেল তাঁর।
দল থেকে বাদ পড়ার পর দুটি রাস্তা খোলা ছিল অশ্বিনের সামনে। তাঁর নিজের কথায়, 'হয় ভেঙে পড়ো এবং অভিযোগ করো। অথবা এর থেকে শিক্ষা নাও।' অশ্বিন বেছে নিয়েছিলেন দ্বিতীয় পথ।
রুজোতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে ৩৩তম বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকেই ফিরিয়েছেন তিনি। প্রথমে তেজনারায়ণ চন্দ্রপাল, পরে ক্রেগ ব্র্যাথওয়েটকেও ফেরান তিনি। সব মিলিয়ে ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম দিন খেলার শেষে অশ্বিন বলেছেন, 'বিশ্বে এমন কোনও ক্রিকেটার, এমন কোনও মানুষ নেই, যে শৃঙ্গজয় করেছে খাদে না পড়ে। খারাপ সময়ে পড়লে দুটো সুযোগ আসে। হয় ভেঙে পড়ো এবং অভিযোগ করতে থাকো। আরও নীচে পড়ে যাও। অথবা এটা থেকে শিক্ষা নাও। আমি এমন একজন যে খারাপ সময় থেকে সব সময় শিক্ষা নেয়। সবচেয়ে বড় কথা, ভাল একটা দিনের পর সবচেয়ে ভাল যেটা হবে সেটা হল ভাল করে খাওয়াদাওয়া করব। পরিবারের সঙ্গে কথা বলব। তারপর শুতে যাব আর সব কিছু ভুলে যাব। আমি জানি ভাল দিন কাটলেও উন্নতির পরিসর আছে এবং তার জন্য আরও পরিশ্রম করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য এই তাড়না আমাকে আরও ভাল করার প্রেরণা দেয়। তবে এটা খুব কঠিনও। সফর মোটেও সহজ নয়। সব কিছু নিংড়ে নেওয়া চলেছে। আমি ধন্যবাদ দেব খারাপ সময়কে। কারণ খারাপ সময় না থাকলে ভাল সময় আসত না।'
অশ্বিন যোগ করেছেন, 'ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলের বাইরে বসতে হওয়াটা খুব কঠিন ছিল। তবে আমার সঙ্গে অন্য ব্যক্তি বা তরুণ ক্রিকেটারদের তফাত হল, আমি খেলার জন্য প্রস্তুত ছিলাম। পাশাপাশি না খেলার জন্যও মানসিকভাবে তৈরি ছিলাম। খেলানো না হলে কী করব? সেটার জন্যও তৈরি ছিলাম। কীভাবে নিশ্চিত করব যে, ড্রেসিংরুমের আবহ ঠিক থাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা আর তাতে আমি অবদান রাখতে পারাটা আমার কেরিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারত। দুর্ভাগ্য যে, সেটা হয়নি।'
আরও পড়ুন: পিছিয়ে পড়েও ৫-১ জয় মোহনবাগানের, সাত গোলে জয় পেল গতবারের চ্যাম্পিয়ন মহামেডান
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন