এমনই মজাদার কাণ্ড ঘটিয়েছেন চাডউইক ওয়াল্টন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহৌর কলান্দার্সের মুখোমুখি হয়েছিল করাচি কিংগস। ব্যাটসম্যান বেন ডাঙ্ক একটি বলে রিভার্স সুইপ মারতে গেলে সেটি তাঁর ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায়। উইকেটকিপার ওয়াল্টন ক্যাচ ধরার জন্য দ্রুতগতিতে এসে বল ভেবে ব্যাটসম্যানের পা জড়িয়ে ধরেন। বলটি এসে পরে উইকেটকিপারের হেলমেটে। ব্যাটসম্যান তখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে।
মজার এই ঘটনার ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, ‘বেন ডাঙ্ক হল চাডউইক ওয়াল্টনের দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ভাই।’ ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।