মুম্বই: আগামী অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে এবারের ওয়ান ডে বিশ্বকাপ (One Day World Cup 2023)। প্রতিটি দলই তাঁদের চূড়ান্ত স্কোয়াড বাছাইয়ে ব্যস্ত এখন। অনেক দল তাঁদের প্রাথমিক দল বেছে নিয়েছে। ভারতীয় দল (Indian Cricket Team) কেমন হবে, তা নিয়ে এখনও নানা মুনির নানা মত। বিশেষ করে দলের ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনে কে থাকবেন, তা নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। 


বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সন্দীপ পাতিল মনে করেন ভারতীয় দলে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবের থাকা উচিত। এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে এই ২ ব্য়াটারকে দেখতে চাইছেন তিনি। এক সাক্ষাৎকারে সন্দীপ পাতিল বলেন, ''দলের ভারসাম্যের কথাই যদি ওঠে, তবে আমার একাদশে আমি সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ২ জনকেই দেখতে চাই। টিম ম্যানেজমেন্ট একাদশে কাকে রাখবে না রাখবে সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি আমার কথা বলা হয়, তবে আমি বলব যে আমার স্কোয়াডে আমি ২ জনকেই রাখব।"


উল্লেখ্য, তিলক ভার্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন। ৫ ম্যাচে ঝুলিতে পুরেছেন ১৭৩ রান। অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। এই পরিস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াডে ঢোকারও অন্যতম দাবিদার হিসেবে উঠে আসছে তিলকের নাম। অন্যদিকে ৪ ম্যাচে ১৬৬ রান করেছেন সূর্যকুমার যাদব। ওয়ান ডে-তে আহামরি পারফরম্যান্স না থাকলেও টি-টোয়েন্টিতে ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন সূর্য। অনেকেই বলছেন যে সূর্য ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন যে কোনও সময়। তাই সন্দীপ পাতিলও চাইছেন যে বিশ্বকাপে যেন ২ ব্যাটারকে দলে নেওয়া হয়।


উল্লেখ্য, ব্যাটিং অর্ডার নিয়ে এখনও ধন্দ অব্যাহত। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা এখনও ফিট নন। বিশ্বকাপে তাই টিম ইন্ডিয়ার মিডল অর্ডার নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়ার অনুরাগীরা। এরই মাঝে প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলিকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামার পরামর্শ দিয়েছেন।


শাস্ত্রীর মতে কোহলি চার নম্বরে নামলে ভারতীয় মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়বে। পাশাপাশি শুভমন গিল, ইশান কিষাণরাও দলের একাদশে সুযোগ পাবেন। শাস্ত্রী বলেন, 'ঈশান কিষাণের টপ অর্ডারে ব্যাট করা উচিত। রোহিত তো প্রচুর অভিজ্ঞ। প্রয়োজনে ও তিন বা চার নম্বরে ব্যাট করতে পারে। এখানে খেলোয়াড়রা কী ভাবছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। শুভমন গিলকে টপ অর্ডারের বদলে মিডল অর্ডারে ব্যাট করতে বলা হলে, ও কেমন, কীভাববে সেটা জানার বিষয়। কোনও ব্যাটিং পজিশনই কারুর জন্য আগে থেকে নির্ধারিত নয়। দলের জন্য বিরাটকে যদি চার নম্বরে ব্যাট করতে বলা হয়, ও কিন্তু তাই করবে।'