অ্যাডিলেড: আজ পশ্চিম অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্য়ান্ড (IND vs ENG)। ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। আট বছর পরে ফের একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর হাতছানি ভারতীয় দলের সামনে। সুযোগ ফের একবার বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান মহারণের। তবে আজকের সেমিফাইনালে বাঁধা সৃষ্টি করতে পারেন বরুণদেব।
চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। দ্বিতীয় সেমিফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন অ্যাডিলেডে আপাতত ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের সিংহভাগ সময়েই আকাশে থাকবে মেঘ। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, 'সিংহভাগ সময়ই আকাশে মেঘ থাকবে, ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে ঝড়ের সম্ভাবনাও আছে। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক বরাবর ১৫ থেকে ২০ কিমি বেগে হাওয়া বইবে। বিকালের দিকে ১৫ থেকে কিমি বেগে দক্ষিণ পশ্চিম দিক বরাবর হাওয়া বইবে।।'
ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
গ্রুপ পর্ব এবং সুপার ১২-এ কোনও রিজার্ভ ডে ছিল না। তবে আইসিসির তরফে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলি অর্থাৎ দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিডার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির জন্য যদি নির্ধারিত দিনে খেলা সম্ভব না হয়, তাহলে তার পরের দিন রিজার্ভ ডেতে একই জায়গা থেকে ফের একবার ম্যাচ শুরু হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়? তখন যে দল সুপার ১২ গ্রুপে আগে শেষ করেছিল, সেই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং সেই ফাইনালে পৌঁছে যাবে। ভারতের ম্যাচ ভেস্তে গেলে যেহেতু গ্রুপ ২-এ শীর্ষস্থানে শেষ করেছিল ভারতীয় দল, তাই ইংল্যান্ড নয়, ভারতই ফাইনালে নিজেদের স্থান পাকা করবে।
ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।'' বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''
আরও পড়ুন: সেমিফাইনালে অতীতের সাফল্য থেকে আত্মবিশ্বাসের সন্ধানে ভারতীয় অধিনায়ক রোহিত