অকল্যান্ড: বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার টাই করার পরেও ট্রফি হারানোর দুঃখ ভোলার জন্য পোষা কুকুরকে নিয়ে সমুদ্রের তীরে হাঁটতে যাবেন বলে জানালেন নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘আমি প্রায় চার মাস পরে বাড়ি ফিরব। বিশ্বকাপ ফাইনাল মন থেকে মুছে ফেলার জন্য পোষা কুকুরকে নিয়ে সমুদ্রের তীরে হাঁটতে যাব। আশা করি ও আমার উপর রেগে থাকবে না। দু’দিনের মধ্যে অবশ্য বিশ্বকাপ ফাইনালে হারের বিষয়টি মন থেকে দূর করা সম্ভব নয়। আগামী দু’বছরেও হয়তো বিষয়টি হজম করতে পারব না।’
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বোল্ট। তিনি ১৭টি উইকেট নেন। কিন্তু তা সত্ত্বেও তিনি দলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। ৪৯-তম ওভারে বেন স্টোকসের ক্যাচ ধরেও বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলে ইংল্যান্ডকে ৬ রান পাইয়ে দেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ওই ওভারটির কথা সর্বক্ষণ আমার মাথায় ঘুরছে। ওই ছক্কাটি না হলে, দু’টি রান আউটের সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের ফল আমাদের পক্ষে যেত। আমাদের মতো বিশ্বকাপ জেতার বা হারানোর এত কাছাকাছি অন্য কোনও দলই যায়নি। ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে আমরা ভাল খেলতে পারিনি। ফলে এবারের মতো কষ্ট হয়নি। কিন্তু বিপক্ষ দলকে অলআউট করা এবং রান সমান হওয়া সত্ত্বেও বিশ্বকাপ না পাওয়ার দুঃখ ভুলতে পারছি না।’
বিশ্বকাপ হারানোর দুঃখ ভুলতে পোষা কুকুরকে নিয়ে সমুদ্রের তীরে হাঁটতে যাব, বলছেন ট্রেন্ট বোল্ট
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2019 01:49 PM (IST)
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বোল্ট। তিনি ১৭টি উইকেট নেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -