মুম্বই: আজ আইপিএল ফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি দুই প্রাক্তন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারে কেন উইলিয়ামসনের দলকে হারিয়ে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে ফাইনালের আগে সেটাকে গুরুত্ব দিচ্ছেন না হায়দরাবাদের অধিনায়ক। তিনি বলেছেন, ‘সিএসকে দারুণ খেলছে। ওরা লিগ পর্যায়ের অনেকগুলি ম্যাচ জিতেছে এবং কোয়ালিফায়ারও জিতেছে। তবে আমার মনে হয়, ফাইনালে দু’দলেরই সমান সুযোগ থাকবে। ফাইনালে একে অপরের মুখোমুখি হওয়া নিয়ে দু’দলই উত্তেজিত।’

ফাইনালে আফগানিস্তানের তরুণ ক্রিকেটার রশিদ খানের উপর ভরসা করছেন উইলিয়ামসন। ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কামাল করেছেন রশিদ। এরপর তাঁর উপর প্রত্যাশা বেড়ে গিয়েছে। এই তরুণের বিষয়ে উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের দলে রশিদ খানকে পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে। এই প্রতিযোগিতায় ও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। আশা করি ফাইনালেও ওর এই ফর্ম অব্যাহত থাকবে।’

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই বল-বিকৃতিতে জড়িয়ে নির্বাসিত হন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে দলের পরিকল্পনা ধাক্কা খায়। তবে উইলিয়মসন দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই প্লে-অফের যোগ্যতা অর্জন করে হায়দরাবাদ। যদিও কেকেআর-এর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পাওয়ার আগে টানা চারটি ম্যাচে হারেন উইলিয়ামসনরা। ইডেনে ঘুরে দাঁড়ান তাঁরা। এবার ফাইনালেও জয় ছাড়া কিছু ভাবছে না হায়দরাবাদ।